প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আক্রান্ত মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। রাস্তের ১১ টা থেকে ১১.৩০ মিনিটের মধ্যে হয়েছে এই ঘটনা। তখন রাস্তায় লোকজনের ভিড় অনেকটাই কমে এসেছিল। সেসময় ওই মহিলার মুখে অ্যাসিড ছুঁড়ে মারে ওই যুবক। জানা গিয়েছে, অভিযুক্ত যুবক ওকজন টোটোচালক। ওই যুবকের বাড়ি ব্যারাকপুরে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন : আদরের অছিলায় শিশু নিয়ে চম্পট, ১৮ দিনের একরত্তি কোলছাড়া! বর্ধমানে তুমুল হইচই, শেষে পুলিশের জালে মা-মেয়ে
advertisement
পুলিশ সূত্রে খবর, নিউ আলিপুরদুয়ার বিজি রোডে হয়েছে এই কাণ্ড। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে আলিপুরদুয়ার থানার পুলিশ। ধৃতের নাম ইন্দ্রজিৎ মুখার্জি, বয়স ৩৫। ব্যারাকপুরে বাড়ি হলেও দীর্ঘদিন ওই এলাকায় বসবাস অভিযুক্তের। তবে এমন ঘটনার কী কারণ রয়েছে তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন : দীপাবলীর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু! সন্দেশখালিতে জ্বরে কাঁপছে এলাকা! কপালে চিন্তার ভাঁজ প্রশাসনের
অন্যদিকে আক্রান্ত মহিলার মেয়ে দাবি করেছেন, অভিযুক্ত কোনও কারণে তাঁর মা অর্থাৎ আক্রান্ত মহিলার নামে আগেও কেস করেছিলেন। যদিও সেটি মিটমাট করা হয়েছিল। কিন্তু তারপর ফের এই কাণ্ড। আক্রান্ত মহিলার মেয়ের দাবি, কোনও শত্রুতা ও তার প্রতিশোধ নিতে এই ঘটনা। যদিও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে মহিলার অ্যাসিড আক্রান্ত হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।