আদরের অছিলায় শিশু নিয়ে চম্পট, ১৮ দিনের একরত্তি কোলছাড়া! বর্ধমানে তুমুল হইচই, শেষে পুলিশের জালে মা-মেয়ে

Last Updated:

Child Theft : বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশু চুরি। মাত্র ১৮ দিন বয়সের একরত্তিকে নিয়ে চম্পট দেয় দুই মহিলার। আদর করার অছিলায় শিশু চুরি।

ধৃত মা ও মেয়ে।
ধৃত মা ও মেয়ে।
বর্ধমান, শরদিন্দু ঘোষ : বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশু চুরি। মাত্র ১৮ দিন বয়সের একরত্তিকে নিয়ে চম্পট দেয় দুই মহিলার। আদর করার অছিলায় শিশুটিকে চুরি করে দুজন। যদিও ঘটনার ঘণ্টাখানেকের মধ্যেই উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া শিশুটিকে।
জানা গিয়েছে, চুরি যাওয়া শিশুপুত্রকে উদ্ধার করেছে বর্ধমান থানার পুলিশ। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক যুবতী ও তাঁর মাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবতীর নাম রিংকি খাতুন ও তার মায়ের নাম মিনিরা বিবি। রিংকির বাপের বাড়ি বর্ধমানের কৃষ্ণপুরে ও শ্বশুড়বাড়ি বর্ধমানেরই বিজয়রামে।
advertisement
advertisement
জানা গিয়েছে, বর্ধমান মেডিকেলের বহিঃবিভাগ থেকে শিশুপুত্রের মা, বাবা ও দিদিমাকে ভুল বুঝিয়ে মাত্র ১৮ দিনের শিশুপুত্রকে নিয়ে চম্পট দেয় রিংকি। হাসপাতাল থেকে চম্পট দেওয়ার পর শিশুপুত্ কে নিয়েব রিংকি খাতুন সোজা চলে যায় নিজের বাপের বাড়ি কৃষ্ণপুরে। কৃষ্ণপুরের বাপের বাড়ি থেকেই রিংকি ও রিংকির মাকে গ্রেফতার করেছে পুলিশ।
মূলত, সিসিটিভির ফুটেজ ও স্থানীয়দের সাহায্যে পুলিশ জানতে পারে শিশুপুত্রটি বর্ধমানের কৃষ্ণপুরে রয়েছে। সেইমতো পুলিশ শিশুপুত্রটিকে উদ্ধার করতে গেলে রিংকি নিজের সদ্যজাত সন্তান বলে দাবি করে। এরপরই পুলিশ রিংকি, রিংকির মা ও শিশুপুত্রকে নিয়ে বর্ধমান মেডিকেলের প্রসূতি বিভাগে যান। সেখানে চিকিৎসকরা রিংকিকে পরীক্ষা করে জানান একমাসের মধ্যে তিনি কোনও সন্তান প্রসব করেন নি।
advertisement
এরপরই পুলিশ রিংকি ও রিংকির মাকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে অপহরন, ১০ বছরের নীচে শিশুকে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া সহ একাধিক ধারায় মামলা ঋজু করেছে। পুলিশের প্রাথমিক অনুমান শিশুপুত্রটিকে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল। তবে এর পিছনে আরও কী কী কারণ আছে, তা জানতে ঘটনার সম্পূর্ণ তদন্ত শুরু করেছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আদরের অছিলায় শিশু নিয়ে চম্পট, ১৮ দিনের একরত্তি কোলছাড়া! বর্ধমানে তুমুল হইচই, শেষে পুলিশের জালে মা-মেয়ে
Next Article
advertisement
West Bengal Weather Update: হাওয়া বদল বাংলায়, বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া বদল বাংলায়, বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া, আগামী ক’দিন আবহাওয়া কেমন?
  • হাওয়া বদল বাংলায় !

  • বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া

  • আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement