Dengue Fever : দীপাবলীর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু! সন্দেশখালিতে জ্বরে কাঁপছে এলাকা! কপালে চিন্তার ভাঁজ প্রশাসনের
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
Dengue Fever : দীপাবলীর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। যা দেখে কপালে চিন্তার ভাঁজ স্বাস্থ্য অধিকারিকদের। বিধায়ককে পাশে বসিয়ে সতর্কবার্তা ব্লক আধিকারিকের।
সন্দেশখালি, উত্তর ২৪ পরগণা, অনুপম সাহা : দীপাবলীর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। খোলা মঞ্চে বিধায়ককে পাশে বসিয়ে সতর্কবার্তা ব্লক আধিকারিকের। আবহাওয়ার বদল হচ্ছে দ্রুত। সঙ্গে জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। যা দেখে কপালে চিন্তার ভাঁজ স্বাস্থ্য অধিকারিকদের।
পরিস্থিতির ওপর নজরদারি চলছে। বাড়ি বাড়ি খোঁখবর নিতে হাজির হচ্ছেন স্বাস্থ্য কর্মীরা। উত্তর ২৪ পরগনা বসিরহাট, সুন্দরবন লাগোয়া সন্দেশখালি এলাকায় জ্বরের সংখ্যা বাড়ছে দিন দিন। সেই ব্যাপারে আশঙ্কা প্রকাশ করলেন সন্দেশখালি ২ নম্বর ব্লকের বিডিও অরুন কুমার সামন্ত। তিনি বলেন, ইতিমধ্যে স্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জ্বরের নির্দিষ্ট তালিকা তৈরি করছেন ও সচেতনতার বার্তা দিচ্ছেন।
advertisement
আরও পড়ুন : আদরের অছিলায় শিশু নিয়ে চম্পট, ১৮ দিনের একরত্তি কোলছাড়া! বর্ধমানে তুমুল হইচই, শেষে পুলিশের ফাঁদে মা-মেয়ে
advertisement
শরীরের তাপমাত্রা বাড়লে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে রক্তের নমুনা পরীক্ষা করানোর পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। এদিন সন্দেশখালির গাজীখালীতে সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ দিলীপ মল্লিক সহ প্রশাসনিক কর্তাদের পাশে বসিয়ে জ্বরের সতর্ক বার্তা দিয়েছেন ব্লক আধিকারিক নিজে।
advertisement
সন্দেশখালি জুড়ে জ্বরের আক্রান্ত সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সন্দেশখালি ব্লক হাসপাতালে ভর্তি জ্বরে আক্রান্ত বহু রোগী। তারওপর আবহাওয়ার বদল হচ্ছে। যে কারণে এই সময় ডেঙ্গু জ্বর আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে বলে মত বিশেষজ্ঞদের। ডেঙ্গুর প্রবণতা যাতে আতঙ্ক তৈরি না করতে পারে তার জন্যেই এলাকার মানুষের উদ্দেশ্যে ব্লক আধিকারিকের এই বক্তব্য।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
October 15, 2025 12:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dengue Fever : দীপাবলীর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু! সন্দেশখালিতে জ্বরে কাঁপছে এলাকা! কপালে চিন্তার ভাঁজ প্রশাসনের