TRENDING:

Ashok Bhattacharya: ভোট দিয়েই কেঁদে ফেললেন অশোক ভট্টাচার্য, কার কথা মনে পড়ল সিপিএম নেতার?

Last Updated:

এ দিন সকালে শিলিগুড়ির ২০ নম্বর ওয়ার্ডের নেতাজি বয়েজ স্কুলে ভোট দিতে আসেন অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: একসঙ্গে ভোট দিতে আসতেন দু' জনে৷ স্ত্রীর প্রয়াণে সেই অভ্যাসেই এবার ছেদ পড়ল৷ ভোট (West Bengal Municipal Elections) দিতে এসে সেই স্মৃতি কোথাও যেন নাড়া দিয়ে গেল রাজ্যের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্যকে(Ashok Bhattacharya)৷ সেই কারণেই ভোট দিয়ে বেরনোর সময় চোখে জল প্রবীণ রাজনীতিবিদের৷
ভোট দিয়ে কান্নায় ভেঙে পড়লেন অশোক ভট্টাচার্য৷
ভোট দিয়ে কান্নায় ভেঙে পড়লেন অশোক ভট্টাচার্য৷
advertisement

গত নভেম্বরে প্রয়াত হন অশোক ভট্টাচার্যের স্ত্রী রত্না ভট্টাচার্য৷ স্ত্রীর প্রয়াণের পর মানসিক ভাবে ভেঙেও পড়েছিলেন অশোকবাবু৷ পুরভোটে লড়তে চাননা বলেও দলকে জানিয়েছিলেন তিনি৷ শেষ পর্যন্ত অবশ্য দলীয় নেতৃত্বের অনুরোধ ফেলতে না পেরেই ভোট লড়তে রাজি হন অশোকবাবু৷

আরও পড়ুন: দু' জনেরই ফিরে আসার লড়াই, শিলিগুড়িতে সব নজরে অশোক- গৌতম

advertisement

এ দিন সকালে শিলিগুড়ির ২০ নম্বর ওয়ার্ডের নেতাজি বয়েজ স্কুলে ভোট দিতে আসেন অশোক ভট্টাচার্য৷ ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েই আবেগপ্রবণ হয়ে পড়েন সিপিএম প্রার্থী৷ নিজেই বলেন, '

একা একা এসে ভোট দিলাম৷ সেই জন্য আমার খুব খারাপ লাগছে৷ আমার প্রয়াত স্ত্রীর গলায় মালা দিয়ে ভোট দিতে এসেছি৷'

আরও পড়ুন: মাকে প্রার্থী করল তৃণমূল, রাগে নির্দল হয়ে দাঁড়ালেন ছেলে! কোচবিহারে জোর লড়াই

advertisement

এর পরেই অবশ্য নিজেকে সামলে নিয়ে অশোকবাবু বলে, 'যাই হোক, এই ভোট এখনও শান্তিপূর্ণ ভাবেই হচ্ছে৷ শিলিগুড়ির একটা রাজনৈতিক সংস্কৃতি আছে৷ যার যাঁকে খুশি ভোট দিক৷ আমরা চাইনি এখানে কলকাতার মতো কিছু হোক৷ এখনও পর্যন্ত মানুষ সেই আবেদনে সাড়া দিয়েছে৷ আমার ৬ নম্বর ওয়ার্ডে ছোটখাটো কয়েকটি ঘটনা ঘটেছে৷ অভিযোগ জানানোর সঙ্গে সঙ্গেই অবশ্য পর্যবেক্ষক ব্যবস্থা নিয়েছেন৷ তবে পুলিশি ব্যবস্থা আর একটু জোরদার হলে ভাল হত৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সিনেমা নয়, সত্যি...! সীমান্তের ওপার থেকে ছেলেকে চিনে 'ভিডিও কলে' কেঁদে ফেললেন মা
আরও দেখুন

সিপিএম নেতার অবশ্য দাবি, শিলিগুড়িতে মোটের উপরে শান্তিপূর্ণ ভোট হলেও শাসক দলের মধ্যে ঔদ্ধত্য দেখা গিয়েছে৷ তৃণমূলের এই ঔদ্ধত্য, অহংকারের বিরুদ্ধেই মানুষ মত প্রকাশ করবেন বলে আশাবাদী অশোক৷

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Ashok Bhattacharya: ভোট দিয়েই কেঁদে ফেললেন অশোক ভট্টাচার্য, কার কথা মনে পড়ল সিপিএম নেতার?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল