Coochbehar: মাকে প্রার্থী করল তৃণমূল, রাগে নির্দল হয়ে দাঁড়ালেন ছেলে! কোচবিহারে জোর লড়াই

Last Updated:
মীনা তর ও তাঁর ছেলে উজ্জ্বল তর৷
মীনা তর ও তাঁর ছেলে উজ্জ্বল তর৷
#কোচবিহার: প্রার্থী হওয়ার আশা করেছিলেন ছেলে৷ কিন্তু তার বদলে মাকে প্রার্থী করল দল৷ টিকিট না পাওয়ার ক্ষোভে শেষ পর্যন্ত মায়ের বিরুদ্ধেই নির্দল প্রার্থী হয়ে ভোটে দাঁড়ালেন ছেলে৷ পুরভোট দেখিয়ে দিল, রাজনীতিতে সবই সম্ভব (West Bengal Municipal Elections)৷
এমনই ঘটনা ঘটেছে কোচবিহার (Coochbehar) পুরসভার ২ নম্বর ওয়ার্ডে৷ এই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন মীনা তর৷ তাঁর বিরুদ্ধেই নির্দল প্রার্থী মীনাদেবীর হয়েছেন উজ্জ্বল তর৷ যিনি নিজে ওই ওয়ার্ডেরই তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন৷ কিন্তু নির্দল প্রার্থী হয়ে ভোটে দাঁড়ানোয় দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন উজ্জ্বলবাবু৷ বৃহস্পতিবারই মনোনয়ন পত্র জমা দিয়েছেন তিনি৷
advertisement
advertisement
মীনা তর কোচবিহার পুরসভার প্রশাসক ছিলেন৷ এবার তাঁকেই ২ নম্বর ওয়ার্ডে প্রার্থী করেছে দল৷ এতেই বেজায় চটেছেন মীনাদেবীর ছেলে উজ্জ্বল৷ তাঁর কথায়, 'গত ২৬ বছর ধরে এই ওয়ার্ডের মানুষকে আমি পরিষেবা দিচ্ছি৷ দল কেন এ রকম করল তা আমিও বুঝতে পারছি না৷ মানুষের দাবিতেই আমি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি৷ তবে দলের বিরুদ্ধ কোনও ক্ষোভ নেই৷'
advertisement
মায়ের বিরুদ্ধে প্রার্থী হওয়া নিয়ে উজ্জ্বল তরের বক্তব্য, 'রাজনীতি নিজের জায়গায়৷ এতে মা ছেলের সম্পর্কে কোনও প্রভাব পড়বে না৷'
উজ্জ্বলবাবুর মা মীনা তরেরও দাবি, প্রশাসক হিসেবে তিনি ভাল কাজ করাতেই তাঁকে প্রার্থী করেছে দল৷ ছেলের বিরুদ্ধে লড়াইয়ে জিততে পারবেন কি না, তা ভোটাররাই ঠিক করবেন বলে দাবি আত্মবিশ্বাসী মীনাদেবীর৷ ছেলের সঙ্গে ভোটের লড়াইয়ের বিতর্কে না ঢুকে তাঁর দাবি, 'আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছেন৷ আপানার ওনার দিকে তাকিয়েই ভোটটা দেবেন৷'
advertisement
Prabir Kundu
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Coochbehar: মাকে প্রার্থী করল তৃণমূল, রাগে নির্দল হয়ে দাঁড়ালেন ছেলে! কোচবিহারে জোর লড়াই
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement