Coochbehar: মাকে প্রার্থী করল তৃণমূল, রাগে নির্দল হয়ে দাঁড়ালেন ছেলে! কোচবিহারে জোর লড়াই

Last Updated:
মীনা তর ও তাঁর ছেলে উজ্জ্বল তর৷
মীনা তর ও তাঁর ছেলে উজ্জ্বল তর৷
#কোচবিহার: প্রার্থী হওয়ার আশা করেছিলেন ছেলে৷ কিন্তু তার বদলে মাকে প্রার্থী করল দল৷ টিকিট না পাওয়ার ক্ষোভে শেষ পর্যন্ত মায়ের বিরুদ্ধেই নির্দল প্রার্থী হয়ে ভোটে দাঁড়ালেন ছেলে৷ পুরভোট দেখিয়ে দিল, রাজনীতিতে সবই সম্ভব (West Bengal Municipal Elections)৷
এমনই ঘটনা ঘটেছে কোচবিহার (Coochbehar) পুরসভার ২ নম্বর ওয়ার্ডে৷ এই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন মীনা তর৷ তাঁর বিরুদ্ধেই নির্দল প্রার্থী মীনাদেবীর হয়েছেন উজ্জ্বল তর৷ যিনি নিজে ওই ওয়ার্ডেরই তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন৷ কিন্তু নির্দল প্রার্থী হয়ে ভোটে দাঁড়ানোয় দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন উজ্জ্বলবাবু৷ বৃহস্পতিবারই মনোনয়ন পত্র জমা দিয়েছেন তিনি৷
advertisement
advertisement
মীনা তর কোচবিহার পুরসভার প্রশাসক ছিলেন৷ এবার তাঁকেই ২ নম্বর ওয়ার্ডে প্রার্থী করেছে দল৷ এতেই বেজায় চটেছেন মীনাদেবীর ছেলে উজ্জ্বল৷ তাঁর কথায়, 'গত ২৬ বছর ধরে এই ওয়ার্ডের মানুষকে আমি পরিষেবা দিচ্ছি৷ দল কেন এ রকম করল তা আমিও বুঝতে পারছি না৷ মানুষের দাবিতেই আমি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি৷ তবে দলের বিরুদ্ধ কোনও ক্ষোভ নেই৷'
advertisement
মায়ের বিরুদ্ধে প্রার্থী হওয়া নিয়ে উজ্জ্বল তরের বক্তব্য, 'রাজনীতি নিজের জায়গায়৷ এতে মা ছেলের সম্পর্কে কোনও প্রভাব পড়বে না৷'
উজ্জ্বলবাবুর মা মীনা তরেরও দাবি, প্রশাসক হিসেবে তিনি ভাল কাজ করাতেই তাঁকে প্রার্থী করেছে দল৷ ছেলের বিরুদ্ধে লড়াইয়ে জিততে পারবেন কি না, তা ভোটাররাই ঠিক করবেন বলে দাবি আত্মবিশ্বাসী মীনাদেবীর৷ ছেলের সঙ্গে ভোটের লড়াইয়ের বিতর্কে না ঢুকে তাঁর দাবি, 'আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছেন৷ আপানার ওনার দিকে তাকিয়েই ভোটটা দেবেন৷'
advertisement
Prabir Kundu
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Coochbehar: মাকে প্রার্থী করল তৃণমূল, রাগে নির্দল হয়ে দাঁড়ালেন ছেলে! কোচবিহারে জোর লড়াই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement