Siliguri: দু' জনেরই ফিরে আসার লড়াই, শিলিগুড়িতে সব নজরে অশোক- গৌতম

Last Updated:

শিলিগুড়ি পুরসভার ৬ নম্বর ওয়ার্ড থেকে সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য৷ ৩৩ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছেন তৃণমূলের গৌতম দেব৷

ভোটের সকালে মন্দিরে পুজো গৌতম দেবের৷ মোবাইলে চোখ অশোকের৷
ভোটের সকালে মন্দিরে পুজো গৌতম দেবের৷ মোবাইলে চোখ অশোকের৷
#শিলিগুড়ি: দু' জনেই বিধানসভা নির্বাচনে হারের মুখ দেখেছেন৷ শিলিগুড়ি পুরনিগমের নির্বাচন তাই অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya)এবং গৌতম দেব (Gautam Deb)- দু' জনের কাছেই ফিরে আসার লড়াই৷ শিলিগুড়িতে পুরনির্বাচনে তাই সব নজর কেড়ে নিয়েছেন দুই শিবিরের দুই কাণ্ডারি (West Bengal Municipal Elections 2022)৷
গত এক দশকের বেশি সময় ধরে শিলিগুড়িতে তৃণমূলের মুখ হয়ে উঠেছিলেন গৌতম দেব৷ ২০১১ সালে বিধানসভা নির্বাচনে জয়ের পর থেকেই উত্তরবঙ্গ উন্নয়ন দফতর, পর্যটন দফতরের মতো গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রীর দায়িত্ব সামলেছেন৷ কিন্তু ২০২২ সালের বিধানসভা নির্বাচনে গোটা রাজ্যে তৃণমূল বিপুল জয় পেলেও শিলিগুড়িতে পরাজিত হন গৌতম দেব৷
advertisement
advertisement
এবার শিলিগুড়ির ৩৩ নম্বর ওয়ার্ড থেকে তাঁকে পুরসভা নির্বাচনে প্রার্থী করেছে দল৷ শিলিগুড়ি পুরসভার প্রশাসক পদেও তাঁকেই বসানো হয়েছিল৷ তৃণমূল শিলিগুড়ি পুরনিগম দখল করতে পারলে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী হিসেবেও এগিয়ে রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী৷
অন্যদিকে ২০১৫ সালের পুরভোটে গোটা রাজ্যে তৃণমূলের দাপটের মধ্যেও ব্যতিক্রম হিসেবে শিলিগুড়িতে লাল পতাকা উড়িয়েছিলেন অশোক ভট্টাচার্য৷ কংগ্রেসের সমর্থনে শিলিগুিড় পুরনিগম দখল করেছিল বামেরা৷ নানা ঝড় ঝাপ্টা সামলে পাঁচ বছর দুর্গ ধরেও রাখেন অশোক৷
advertisement
কিন্তু ২০২১ সালের বিধানসভা নির্বাচনে হারের মুখ দেখতে হয় তাঁকেও৷ হতাশা থেকেই অশোক বলেছিলেন, আর নির্বাচনে লড়বেন না৷ কিন্তু দলের দুঃসময়ে সেই সিদ্ধান্তে অনড় থাকতে পারেননি প্রবীণ নেতা৷ এবারেও শিলিগুড়িতে বামেদের মুখ রাজ্যের প্রাক্তন পুর ও নগরোন্নয়ন মন্ত্রীই৷ শিলিগুড়ি পুরসভায় তাঁর পুরনো ৬ নম্বর ওয়ার্ড থেকেই এবারেও তাঁকে প্রার্থী করেছে দল৷
advertisement
অশোক ভট্টাচার্য নিজেও বলছেন, 'গোটা রাজ্যে ২০২১ সালের বিধানসভার নির্বাচনে গোটা রাজ্যে আমাদের যে বিপর্যয় ঘটেছে, তাতে নিঃসন্দেহে এটা আমাদের কাছে ঘুরে দাঁড়ানোর লড়াই৷ কারণ ২০২৫ সালে শিলিগুড়ি দখলে রাখতে পেরেছিলাম আমরা৷'
শিলিগুড়িতে শেষ পর্যন্ত পরিবর্তন ঘটানোর বিষয়ে আত্মবিশ্বাসী গৌতম দেবও৷ ভোটের দিন সকালে প্রথমে স্থানীয় মন্দিরে পুজো দিয়েছেন তৃণমূল প্রার্থী৷ গৌতমেরও দাবি, উৎসবেরই মেজাজেই শিলিগুড়িতে ভোট হবে৷ হার নিশ্চিত জেনেই বিরোধীরা নানা অভিযোগ করছে বলেও দাবি করেছেন তৃণমূল নেতা৷
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri: দু' জনেরই ফিরে আসার লড়াই, শিলিগুড়িতে সব নজরে অশোক- গৌতম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement