আরও পড়ুন: দাবানলের মত ছড়িয়ে পড়ল খবর, প্রিয় স্যারের জন্য ছুটে এল সবাই…তারপর যা হল
শান্তিনিকেতনের এই শিল্পীর ফেলে দেওয়া জিনিস দিয়ে হাতের কাজ দেখলে আপনি বিস্মিত হয়ে যাবেন। কৃষ্ণচূড়া, কলকে, ক্যাকটাসের বীজ, বনশিম, কুঁচ, তেঁতুল, টাইগার সিড, লাটা বীজ দিয়ে পাশাপাশি নারকেলের মালা, আমরার আঁটি এইসব দিয়ে তৈরি করছেন ছোটদের মনকাড়া জিনিস থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস।
advertisement
এই বিষয়ে সুকুমারবাবু জানান, ছোট থেকেই তাঁর শখ নানা ধরণের অপ্রয়োজনীয় জিনিস দিয়ে রকমারি ঘর সাজানোর সরঞ্জাম তৈরি করা। এমনকি শান্তিনিকেতনের মেলাতেও তাঁদের ফেলে দেওয়া একাধিক জিনিস দিয়ে স্বল্পমূল্যে শিশুদের জন্য মজাদার পিঁপড়ে, কাঠবিড়ালি, ইঁদুর সহ আরও নানান জিনিস তৈরি করতেন। তিনি এবং তাঁর পরিবার বিভিন্ন জায়গায় গাছের পাতা, বীজ, ফল সংগ্রহ করে রেখে দেন। তারপর সেগুলি শুকিয়ে বিভিন্ন জিনিস তৈরির কাজ শুরু করেন। সুকুমারবাবুর এই মজাদার কাটুম কুটুমে মজেছে দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ। শুধুমাত্র ঘর সাজাবার জিনিসই নয়, ফলের বীজ দিয়ে নানা রকম গয়নাও তৈরি করেন তিনি। সেই গয়নার প্রেমে মজেছে গোটা জেলার মানুষ। তাঁর তৈরি জিনিসের দাম কম হওয়ায় বাজারে চাহিদাও ব্যাপক।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সুকুমার বাবুর পাশাপাশি পরিবারের বাকি সদস্যরাও এই কাজ করে থাকেন। এই কাজ তাঁদের আর্থিক স্বনির্ভরতার পথ দেখাচ্ছে। তাঁদের তৈরি এই ধরনের জিনিসের চাহিদা ব্যাপকভাবে থাকায় বিভিন্ন মেলাতেও স্টল দিয়ে বিক্রি করেন। এমনকি, তাঁর তৈরি জিনিস ক্রেতাদের পছন্দসহিত হলে বাইরেও পাড়ি দিতে শুরু করেছে বলে জানা যায়।
সুস্মিতা গোস্বামী