TRENDING:

North Dinajpur News: আপনার গবাদি পশু  কি  ঠিকমতো খাওয়া-দাওয়া করছে না? সাবধান হয়ে যান

Last Updated:

পরজীবীদের আক্রমণে গবাদি পশুর  শারীরিক বৃদ্ধি ব্যাহত হয়, উৎপাদন ক্ষমতাও কমে যায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: আপনারও গবাদি পশু  কি  ঠিকমতো খাওয়া-দাওয়া করছে না কিংবা রক্তস্বল্পতা দেখা দিয়েছে?  তবে একটু সাবধান হয়ে যান।
advertisement

কারণ এই সময় গবাদি পশু গরুর গায়ে বিভিন্ন পরজীবীরা আক্রমণ করে থাকে। যার ফলে গরুর নানান ধরনের সমস্যা দেখা যায়।

পশু চিকিৎসক ড: কোয়েল চৌধুরী জানান গ্রামেগঞ্জে যারা গরু পালনে যুক্ত  তাদের মধ্যে  ইদানিং একটা সমস্যা দেখা যাচ্ছে সেটা হল   গরুর উপর উকুন বা আঠালি পোকার আক্রমণ।সাধারণত গবাদি পশুদের  দুই রকমের পরজীবী আক্রমণ করে থাকে।

advertisement

বহিঃ পরজীবী: অর্থাত্ প্রাণির শরীরের বাহ্যিক অংশে বসবাস করে থাকে  যেমনঃ উকুন,আঁটুলি, মাইট ইত্যাদি  পোকা

View More

এছাড়া অন্তঃ পরজীবী অর্থাত্   গোলকৃমি, পাতাকৃমি,কিংবা  ফিতাকৃমি ইত্যাদি। তবে এই সময় সব থেকে বেশি গরুর শরীরে বহিঃ পরজীবী অর্থাৎ আঠালি পোকা কিংবা উকুনের উৎপাত দেখা যায়। যার ফলে গবাদি পশুর  দেহের লোম উস্কো খুস্কো হয়ে যায়, অনেক সময় লোম ঝরে ঝরে যায় ।

advertisement

আরও পড়ুন: ফের কুয়াশায় ঢাকল গৌড়বঙ্গ, শীত কি আর ফিরবে? আবহাওয়ার বড় খবর

তাছাড়া প্রাণীর ত্বকে প্রচন্ড চুলকানি হয়।  ফলে অনেক সময় চামড়া উঠে রক্ত বের হয়ে আসে ।

এই পরজীবীদের আক্রমণে গবাদি পশুর  শারীরিক বৃদ্ধি ব্যাহত হয়, উৎপাদন ক্ষমতাও কমে যায় । এছাড়া তুমুল জ্বর আসা,রক্ত স্বল্পতা কিংবা ক্ষুধামন্দা ভাব দেখা দেয় ।

advertisement

আরও পড়ুন: সন্ধে হলেই উপচে পড়ছে ভিড়! দূর-দূরান্ত থেকে ছুটে আসেন বহু মানুষ, কোথায় জানেন?

এর জন্য অবশ্যই প্রয়োজন যথাযথ চিকিৎসা। এই ধরনের সমস্যা দেখা দিলে গবাদি পশুকে বাড়িতে ফেলে না রেখে পার্শ্ববর্তী পশু চিকিৎসালয়ে আইবাল মেইন্টিন ইঞ্জেকশন করিয়ে আনুন। এই ইনজেকশনটি সপ্তাহে একটি করে চার সপ্তাহে চারটি প্রয়োগ করতে হবে। এছাড়াও বাজারে বিভিন্ন ধরনের স্প্রে পাওয়া যায় যদি আপনার গবাদি পশুকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।

advertisement

পিয়া গুপ্তা 

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Dinajpur News: আপনার গবাদি পশু  কি  ঠিকমতো খাওয়া-দাওয়া করছে না? সাবধান হয়ে যান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল