এই খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের একাধিক ক্ষেত্রে সুযোগ থাকছে। শুধু রাজ্য, জাতীয় স্তর কিংবা আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতা নয়, এই খেলায় ভাল ফলাফল করলে সুযোগ থাকছে সরকারি চাকরিরও।
আরও পড়ুনঃ হাতের ছোঁয়ায় প্রাণ পাচ্ছে মাটি! সাড়া ফেলে দিয়েছে ‘এই’ ব্যক্তির প্রতিভা
মালদহ জেলার গাজোল, হবিবপুর, পুরাতন মালদা সহ আদিবাসী অধ্যুষিত এলাকায় তিরন্দাজির ব্যাপক চাহিদা রয়েছে। এই খেলায় নির্দিষ্ট একতি লক্ষ্যে তীর নিক্ষেপ করা হয়। পয়েন্টের নিরিখে বেছে নেওয়া হয় বিজয়ী। কয়েক মাস আগেই এই তিরন্দাজি খেলায় এশিয়া মিটে রুপো জিতে জেলা সহ বাংলার নাম উজ্জ্বল করেছিলেন পুরাতন মালদার জুয়েল সরকার।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এতকিছুর পরেও অবশ্য মালদহ জেলায় এই খেলা সম্পর্কে আজও অনেকে ঠিকঠাক জানেন না। মূলত মালদহের গাজোল, হবিবপুর, পুরাতন মালদার মতো স্থানগুলিতেই তিরন্দাজির প্রতি আগ্রহ চোখে পড়ে। তবে ক্রীড়া সংস্থা কর্তৃপক্ষের দাবি, বর্তমানে মালদা শহরের ডিএসএ ময়দানে তিরন্দাজি প্রশিক্ষণ শুরু হওয়ায় শহর সহ জেলার বিভিন্ন প্রান্তের খেলোয়াড়দের মধ্যে আগ্রহ বেড়েছে।