TRENDING:

Jalpaiguri News: চিনা আলোর বিরুদ্ধে লড়ছেন অনির্বাণ! তাঁর কাণ্ড জানলে থ হয়ে যাবেন

Last Updated:

জলপাইগুড়ির যুবক অনির্বাণের এই উদ্যোগের ফলে আর চড়া দামে কিনতে হবে না চিনা লাইট। বাজারে এখন টেক্কা দিচ্ছে অনির্বানের বানানো দেশীয় আলো

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: ভিন দেশ কিংবা ভিন রাজ্যে নয়, নিজের দেশে নিজের রাজ্যেই ব্যবসা করে নিজ পায়ে দাঁড়াবেন নিজ ক্ষমতায়। এই লড়াইয়ে নেমেছে বাংলার ছেলে অনির্বাণ মজুমদার। বাজারে চিনা লাইটের রমরমা। এই চিনা লাইটের বিরুদ্ধেই লড়াই করছেন ধূপগুড়ির এই যুবক। উচ্চশিক্ষিত হয়েও চাকরি করা তাঁর ইচ্ছে নয়, চান আত্মনির্ভর হতে। তাঁর বানানো উন্নতমানের এলইডি লাইট চমকে দিয়েছে সকলকে। এ ‌যেন প্রধানমন্ত্রী ‘লোকাল ফর ভোকাল’-এর বাস্তব রূপায়ন।
advertisement

আরও পড়ুন: যানজট ঠেকাতে পুরুলিয়া শহরের অটো স্ট্যান্ডের ঠিকানা বদল

জলপাইগুড়ির যুবক অনির্বাণের এই উদ্যোগের ফলে আর চড়া দামে কিনতে হবে না চিনা লাইট। বাজারে এখন টেক্কা দিচ্ছে অনির্বানের বানানো দেশীয় আলো। কিন্তু, এই ভাবনা এল কোথা থেকে? জানতে চাইলে উত্তরে অনির্বাণ জানান, বাড়িতে লাইটের দোকান খুলে বসেছিলেন তিনি। সেখানে বিভিন্ন চিনা লাইট চড়া দামে বিক্রি হতে দেখেই তাঁর মাথায় আসে এই লাইট এ দেশেই তৈরি করার। বাড়িতেই বিভিন্ন ধরনের মেশিন লাগিয়ে সিঙ্গেল লাইটকে টক্কর দিতে তৈরি করছে দেশীয় লাইট। সেই লাইট স্বল্পমূল্যেই পেয়ে যাচ্ছেন ক্রেতারা।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন:

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

শুধু তাই নয়, অনির্বাণের মতে এই তাঁর এই উদ্যোগের ফলে পরিযায়ী শ্রমিকের সমস্যা কিছুটা হলেও মিটতে পারে। এখন তাঁর বানানো দেশীয় লাইটই স্বল্পমূল্যে বিকোচ্ছে দেদার। স্বল্পদামেই লাইট বিক্রি করে যেমন তিনি অর্থ উপার্জন করছেন তেমনই মানুষকেও কর্মসংস্থান দিচ্ছেন এই যুবক। মাত্র ৩০ টাকা দরে এলইডি লাইট পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের ঘরে। নিজের হাতে তৈরি করা এই লাইট মানুষের ঘরে জ্বলতে দেখে বেজায় খুশি এই যুবক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আতঙ্কের রাত শেষ হওয়ার আগেই এল 'মহা'প্লাবন! বাঁধ ভেঙে তলিয়ে গেল সব
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: চিনা আলোর বিরুদ্ধে লড়ছেন অনির্বাণ! তাঁর কাণ্ড জানলে থ হয়ে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল