আরও পড়ুন: যানজট ঠেকাতে পুরুলিয়া শহরের অটো স্ট্যান্ডের ঠিকানা বদল
জলপাইগুড়ির যুবক অনির্বাণের এই উদ্যোগের ফলে আর চড়া দামে কিনতে হবে না চিনা লাইট। বাজারে এখন টেক্কা দিচ্ছে অনির্বানের বানানো দেশীয় আলো। কিন্তু, এই ভাবনা এল কোথা থেকে? জানতে চাইলে উত্তরে অনির্বাণ জানান, বাড়িতে লাইটের দোকান খুলে বসেছিলেন তিনি। সেখানে বিভিন্ন চিনা লাইট চড়া দামে বিক্রি হতে দেখেই তাঁর মাথায় আসে এই লাইট এ দেশেই তৈরি করার। বাড়িতেই বিভিন্ন ধরনের মেশিন লাগিয়ে সিঙ্গেল লাইটকে টক্কর দিতে তৈরি করছে দেশীয় লাইট। সেই লাইট স্বল্পমূল্যেই পেয়ে যাচ্ছেন ক্রেতারা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
শুধু তাই নয়, অনির্বাণের মতে এই তাঁর এই উদ্যোগের ফলে পরিযায়ী শ্রমিকের সমস্যা কিছুটা হলেও মিটতে পারে। এখন তাঁর বানানো দেশীয় লাইটই স্বল্পমূল্যে বিকোচ্ছে দেদার। স্বল্পদামেই লাইট বিক্রি করে যেমন তিনি অর্থ উপার্জন করছেন তেমনই মানুষকেও কর্মসংস্থান দিচ্ছেন এই যুবক। মাত্র ৩০ টাকা দরে এলইডি লাইট পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের ঘরে। নিজের হাতে তৈরি করা এই লাইট মানুষের ঘরে জ্বলতে দেখে বেজায় খুশি এই যুবক।
সুরজিৎ দে