Purulia News: যানজট ঠেকাতে পুরুলিয়া শহরের অটো স্ট্যান্ডের ঠিকানা বদল
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
বর্তমানে যে জায়গাটি অটোস্ট্যান্ড হিসেবে বেছে নেওয়া হয়েছে তা অনেকখানি বিস্তৃত। ফলত অটোচালকদেরও সুবিধা হবে বলে মনে করা হচ্ছে
পুরুলিয়া: যানজট হল শহর পুরুলিয়ার নিত্যদিনের সঙ্গী। যানজট নিয়ন্ত্রণ করতে ইতিপূর্বেই পুরুলিয়া পুরসভা ও জেলা প্রশাসন একাধিক পদক্ষেপ করেছে। এবার যানজট মোকাবিলায় আরও একটি পদক্ষেপ নিল পুরসভা। পুরুলিয়া শহরে অবস্থিত অটোস্ট্যান্ডটি স্থানান্তরিত করা হয়েছে রাঁচি রোড পিডাব্লিউডি অফিসের সামনে। এই অটোস্ট্যান্ডের কারণে বহু ক্ষেত্রেই যানজটের সৃষ্টি হত শহরের মধ্যে।
বর্তমানে যে জায়গাটি অটোস্ট্যান্ড হিসেবে বেছে নেওয়া হয়েছে তা অনেকখানি বিস্তৃত। ফলত অটোচালকদেরও সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে পুরুলিয়ার পুরপ্রধান নব্যেন্দু মহালি বলেন, যত্রতত্র পার্কিং বন্ধ করা হচ্ছে। শহরের নির্দিষ্ট কিছু জায়গাকে ঠিক করা হচ্ছে পার্কিংয়ের জন্য। সেই কারণেই নতুন অটোস্ট্যান্ড তৈরি করা হয়েছে। এই অটোস্ট্যান্ড পুরোপুরি পরিচালিত হবে পুরসভার মাধ্যমে। এখানে অটো রাখার জন্য চালকদের পুরসভাকে কোনওরকম টাকা দিতে হবে না। আগামী দিনে যানজট নিয়ন্ত্রণ করতে আরও অন্যান্য পদক্ষেপ গ্রহণ করবে পুরসভা।
advertisement
advertisement
যানজট নিয়ন্ত্রণ যেন এই মুহূর্তে সবথেকে বড় গুরুদ্ধায়িত্ব হয়ে দাঁড়িয়েছে পুরুলিয়া পুরসভার কাছে। তাই যানজট মোকাবিলায় তৎপরতার সঙ্গে অগ্রণী ভূমিকা পালন করছেন পুরকর্তারা। পুরুলিয়া পুরসভার এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ।
আরও খবর পড়তে ফলো করুন:
এই অটোস্ট্যান্ড অন্যত্র স্থানান্তরিত হওয়ার ফলে অটোচালকদের আগামী দিনে কতখানি সুবিধা হয় সেটাই এখন দেখার। পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শহরবাসী।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 01, 2023 6:51 PM IST