West Bardhaman News: প্রথমবার দুর্গাপুর উৎসব! এক লক্ষ প্রদীপ জ্বালিয়ে জমজমাট সূচনা

Last Updated:

জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে ৩ ডিসেম্বর শুরু হবে দুর্গাপুর উৎসব। চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। উৎসবের ১৫ দিনই নানান নামিদামি শিল্পীর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে

+
দুর্গাপুর

দুর্গাপুর উৎসবের ব্যানার।

পশ্চিম বর্ধমান: প্রথমবারের জন্য শুরু হচ্ছে দুর্গাপুর উৎসব। বিগত কয়েক বছর ধরে আসানসোল উৎসব দেখেছেন জেলার মানুষ। তবে এবার দুর্গাপুরে আয়োজন করা হয়েছে উৎসবের। চলবে টানা ১৫ দিন ধরে। উৎসবের আয়োজনেও কোনওরকম খামতি রাখা হচ্ছে না। জমকালো উদ্বোধনী অনুষ্ঠান থেকে টানা ১৫ দিন, শহরবাসীকে কার্যত আনন্দে মশগুল করে রাখতে চাইছেন উৎসবের আয়োজকরা।
সূত্রের খবর, জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে ৩ ডিসেম্বর শুরু হবে দুর্গাপুর উৎসব। চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। উৎসবের ১৫ দিনই নানান নামিদামি শিল্পীর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাছাড়া১ লক্ষ প্রদীপ জ্বালিয়ে দুর্গাপুর উৎসবের সূচনা করা হবে বলে খবর। যা শহরবাসীর কাছে এক বিরল দৃশ্য হয়ে থাকবে। পাশাপাশি রয়েছে আরও নানান আয়োজন।
advertisement
advertisement
আয়োজকদের দাবি, এই দুর্গাপুর উৎসব শহরবাসীর কাছে এক নতুন উৎসব হয়ে ধরা দেবে। যার জন্য বছরভর অপেক্ষা করবেন শহরের মানুষ। এই উৎসব শহরের সাংস্কৃতিক পরিবেশকে পরিপূর্ণ করবে। তেমনভাবেই এই উৎসব, মেলার মধ্যে দিয়ে ব্যবসায়ীদের কাছে উপার্জনের নতুন পথ খুলে যাবে। স্থানীয় যে সমস্ত হস্তশিল্পীরা রয়েছেন বা যারা নিজেদের প্রতিভা সকলের সামনে তুলে আনতে চান, তাঁরাও একটি বড় মঞ্চ পাবেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
দুর্গাপুর উৎসবের আয়োজন হওয়ায় খুশি শহরের মানুষজন। সকলেই মুখিয়ে রয়েছেন উৎসবের সূচনার দিকে। অন্যদিকে দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দানে চলছে উৎসব শুরু হওয়ার আগেল মুহূর্তের প্রস্তুতি। মেলা ময়দান সাজিয়ে তোলা হচ্ছে নানান রঙিন আলপনায়। উৎসবের জন্য চলছে মঞ্চ তৈরির কাজ। একই সঙ্গে ব্যবসায়ীদের জন্য স্টল তৈরি হচ্ছে। সবমিলিয়ে আগামী রবিবার থেকে নতুন উৎসবের দিকে তাকিয়ে রয়েছেন মানুষ।
advertisement
নয়ন ঘোষ
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: প্রথমবার দুর্গাপুর উৎসব! এক লক্ষ প্রদীপ জ্বালিয়ে জমজমাট সূচনা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement