Bankura News: এই গ্রামে এলে পাবেন কাঠের তৈরি দুর্দান্ত সব জিনিস, দাম নাগালের মধ্যেই

Last Updated:

কেঞ্জাকুড়া গ্রামের কাঠ শিল্পীদের অন্যতম হলেন সাধন কর্মকার। গ্রামে ২৪ জন কাঠের শিল্পী রয়েছেন। মাত্র দু'জন কাঠ শিল্পী সুযোগ পেয়েছিলেন সরকারিভাবে বাইরে গিয়ে কাজ শিখে আসার। তাঁদের মধ্যে একজন হলেন সাধন কর্মকার

+
বাঁকুড়ার

বাঁকুড়ার ঐতিহ্যবাহী কাঠ শিল্প

বাঁকুড়া: কেঞ্জাকুড়া গ্রামের কাঠ শিল্পের সুনাম প্রচুর। এই ঐতিহ্যবাহী শিল্প যথেষ্ট মুগ্ধ করে সাধারণ মানুষকে। কেঞ্জাকুড়া গ্রামের কাঠ শিল্প পৌঁছে গেছে রাজ্যের গণ্ডি ছাড়িয়ে গোটা দেশে। বাঁকুড়ার এই ছোট্ট কেঞ্জাকুড়া গ্রাম এছাড়াও বিখ্যাত তার অতিকায় জিলিপি, মুড়ির মেলা এবং কাঁসা শিল্পের জন্য। তবে এখন এখানকার কাঠ শিল্পেরও প্রসার ঘটেছে যথেষ্ট।
বাঁকুড়ার বিখ্যাত কেঞ্জাকুড়া গ্রামের কাঠ শিল্পীদের অন্যতম হলেন সাধন কর্মকার। গ্রামে ২৪ জন কাঠের শিল্পী রয়েছেন। মাত্র দু’জন কাঠ শিল্পী সুযোগ পেয়েছিলেন সরকারিভাবে বাইরে গিয়ে কাজ শিখে আসার। তাঁদের মধ্যে একজন হলেন সাধন কর্মকার। প্রথমে বাঁশের কাজ দিয়ে হাতেখড়ি হয়। তারপর শুরু করেন কাঠের কাজ। কেঞ্জাকুড়া গ্রামেই তাঁর বাড়িতে কাজ করেন একাধিক মহিলা কাঠ শিল্পী। বাড়িতেই তৈরি হয় কাঠের বিভিন্ন সরঞ্জাম। ছোট চাবির রিং থেকে শুরু করে, কাঠের খেলনা, কাঠের গরুর গাড়ি কিংবা কাঠের সারস। একদম কম দাম থেকে সর্বাধিক দামেরও কাঠের জিনিস পেয়ে যাবেন এই গ্রামে।
advertisement
advertisement
এখানে ঘুরতে এসে কাঠের তৈরি জিনিস কেনার ক্ষেত্রে ঠকার ভয় নেই। শিল্পীরা ন্যায্য দাম নিয়ে থাকেন। প্রায় ৪০ বছর পুরানো ৪০ পয়সার কাঠের খেলনা, ২ টাকা চার আনার গরুর গাড়ি থেকে একটু একটু করে বড় হয়েছে কেঞ্জাকুড়া গ্রামের কাঠ শিল্প।
আরও খবর পড়তে ফলো করুন:
শীতকালে বাইরে থেকে বহু পর্যটক কেঞ্জাকুড়ায় ঘুরতে আসেন। তাই এবার যদি কেউ কেঞ্জাকুড়া গ্রামে আসেন তবে অবশ্যই ঘুরে দেখুন কাঠ শিল্পীদের বাড়ি। আপনাকে সাদরে অভ্যর্থনা জানাবেন তাঁরা। পছন্দ হলে কিনে নিন চোখ ধাঁধানো কাঠের জিনিস।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: এই গ্রামে এলে পাবেন কাঠের তৈরি দুর্দান্ত সব জিনিস, দাম নাগালের মধ্যেই
Next Article
advertisement
Dev Visits Karimul Haque: হৃদযন্ত্রে গুরুতর সমস্যা, অসুস্থ বাইক অ্যাম্বুল্যান্স দাদা করিমুল! খবর পেয়েই হাসপাতালে ছুটলেন দেব
হৃদযন্ত্রে সমস্যা, অসুস্থ বাইক অ্যাম্বুল্যান্স দাদা করিমুল!খবর পেয়েই হাসপাতালে ছুটলেন দেব
  • অসুস্থ বাইক অ্যাম্বুল্যান্স দাদা নামে খ্যাত করিমুুল হক৷

  • কলকাতার হাসপাতালে ভর্তি পদ্মশ্রী করিমুল৷

  • খবর পেয়েই হাসপাতালে ছুটলেন অভিনেতা দেব৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement