আরও পড়ুন: অস্বাস্থ্যকর পরিবেশে চলছে মডেল কৃষক বাজার
আলিপুরদুয়ার-২ ব্লকের বড় চৌকির বস এলাকায় বাকলা খালের পাকা বাঁধ তৈরি হয়েছে কিছুদিন আগেই। রাত করে জল পান করতে বেশ কয়েকটি হাতি আসে ওই এলাকায়। শীতের মরসুমে শুকিয়ে গিয়েছে খালের জল। এবারে জল না পেয়েই প্রতিনিয়ত বাঁধ ভাঙছে হাতির দলটি।
advertisement
রাত হলেই হাতির দলের আওয়াজ শুনতে পান এলাকার বাসিন্দারা। কৌশিক বিশ্বাস নামে এক স্থানীয় বাসিন্দা জানান, জল না পেয়ে খালের বাঁধ ভেঙে দিয়ে যাচ্ছে হাতি। এরপর কৃষিজমিতে তাণ্ডব চালাবে। বন দফতরের তরফে হাতিদের জন্য আলাদা করে জলের ব্যবস্থা করা হলে এমনটা হয় না। আমরা আবার আগের মত পাকা বাঁধ চাই।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বাকলা খালের বাঁধটি ৪০% পাকা করা হয়েছে। বাকি ৬০% বাঁধ বড় পাথর দিয়েই তৈরি। দেখা গিয়েছে বড় পাথরের বাঁধের কিছুটা অংশ ভেঙে গিয়েছে। যার ফলে আগামী দিনে এই ভাঙা বাঁধ সংস্কার না হলে পুরো বাঁধটাই কোনও কাজে লাগবে না। স্থানীয়দের দাবি, শীতকাল বাঁধ সংস্কার হওয়ার উপযুক্ত সময়। ফলে এখনই বাঁধ সংস্কারের কাজ শুরু করতে হবে। প্রশাসনে এই বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।
অনন্যা দে