দুর্ঘটনার সময় অ্যাম্বুল্যান্সের মধ্যে ছিল রোগী-সহ পরিবারের চার সদস্য। তাঁদের সকলের বাড়ি দিনহাটার বামনহাট ও সুকারুর কুঠি গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে রোগী নিয়ে দিনহাটার দিকে যাচ্ছিল অ্যাম্বুল্যান্সটি। রাত দু’টো নাগাদ কোচবিহার জেলার ভোগডাবরি কেশরী বাড়ি এলাকার সাধুরাম হাই স্কুলের সামনে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রাস্তার ধারে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে সজরে ধাক্কা মেরে রোগী-সহ উল্টে যায়।
advertisement
আরও পড়ুনঃ ইচ্ছেমতো মোবাইল অ্যাপ ইনস্টল করছেন? কোটি কোটি টাকা প্রতারণার শিকার হতে পারেন আপনিও
দুর্ঘটনাগ্রস্থ অ্যাম্বুল্যান্সে ছিলেন রোগী-সহ পরিবারের চার সদস্য। তবে গাড়ির চালকের ঘুম চোখে গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে।” অ্যাম্বুল্যান্স চালক জানিয়েছেন, “শিলিগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে রোগী নিয়ে দিনহাটার দিকে যাচ্ছিল সেটি। রাতে নিশিগঞ্জ পেরিয়ে সাত মাইল সংলগ্ন এলাকায় হঠাৎ করে ঘুমে চোখ বন্ধ হয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এ দিন দুর্ঘটনাগ্রস্থ অ্যাম্বুল্যান্সে থাকা রোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে বড়সড় দুর্ঘটনা ঘটলেও প্রাণে বেঁচে যান অ্যাম্বুলেন্সের চালকসহ গাড়িতে থাকা সকলেই। গাড়িটি বর্তমানে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Sarthak Pandit






