কথিত রয়েছে, কোচবিহারের রাজা একসময় শিকার করতে এই এলাকায় এসেছিলেন। সেই সময় কাঁদায় তার হাতি ডুবে যাচ্ছিল। সেই হাতিকে কোনওভাবেই উদ্ধার করতে পারছিল না। এরপর তাঁবু খাটিয়ে এলাকাতে থাকতে শুরু করে রাজা। দেবী কামাখ্যা তাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন এই এলাকায় মন্দির তৈরি করে যেন তার পুজো করা হয়। এরপর পূজিত হন এই এলাকায় দেবী কামাক্ষ্যা। রাজা ফিরে পান তাঁর হাতি।
advertisement
পুজো উপলক্ষে মন্দিরে দেখা গেল প্রচুর পুণ্যার্থীদের ভিড়।এলাকার রাভা সম্প্রদায়ের মানুষেরা এই মন্দিরটির দেখভাল করছেন বর্তমানে। অম্বুবাচীর পর পুজো ও সাত দিন মেলা চলে। দূরদূরান্ত থেকে ভক্তরা আসেন পুজো দিতে। মন্দির কমিটির সভাপতি সুশীল রাভা জানান, “অম্বুবাচী শেষে পুজো এবং মেলা আয়োজিত হয় এলাকায়। রাভাদের নিয়ম অনুযায়ী পুজো হয়। পুজোর পর মহিলারা নদীতে ভেলা ভাসান।”
advertisement
Annanya Dey
Location :
Kolkata,West Bengal
First Published :
June 27, 2025 5:20 PM IST