সোমবার সেই সুযোগেই তৃতীয় বর্ষের এক ছাত্রীর সঙ্গে মদ্যপ অবস্থায় অশালীন আচরণের অভিযোগে ওঠে এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠে কলেজ চত্বর। যদিও ছাত্রীর তৎপরতায় পুলিশ সঙ্গে সঙ্গে গ্রেফতার করে সেই মদ্যপ যুবককে।
advertisement
ঘটনাটি ঘটেছে পুলিশ ফাঁড়ির একেবারে উল্টোদিকে। এই ঘটনা ঘটায় কলেজ ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠে গিয়েছে। আরজি করে মহিলা চিকিৎসকের সঙ্গে এই ঘটনা নিয়ে যখন বারবার প্রশ্নের মুখে নিরাপত্তা, ঠিক সে সময় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালেও মহিলা ডাক্তারি পড়ুয়া থেকে শুরু করে ইন্টার্নরা প্রত্যেকেই নিরাপত্তার অভাব বোধ করছেন।
আরও পড়ুন: টকটকে লাল নয়, ঘন নীল! বলুন তো কোন প্রাণীর রক্তের রং নীল? এক লিটারের দামই ১০ লাখ!
মেডিকেল ক্যাম্পাস থেকে শুরু করে হস্টেল সর্বত্রই এই ধরনের ঘটনা মাঝেমধ্যেই ঘটছে বলে অভিযোগ তাঁদের।অন্যদিকে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। রায়গঞ্জ থানার মেডিক্যাল পুলিশ ফাঁড়িতে মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় সেই যুবককে।
পিয়া গুপ্তা