স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোরের দিকে এই ঘটনাটি ঘটে। এদিন সকালে একটি বাঁশঝাড়ে রাহুলের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে জটেশ্বর ফাঁড়ির পুলিশ ও মাদারিহাট রেঞ্জের বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ শান্তিপুরে এই প্রথম! চালু হয়ে গেল শহরের ফার্স্ট বায়ো টয়লেট, দূর হল শৌচাগার নিয়ে দীর্ঘদিনের সমস্যা
advertisement
বন দফতরের তরফে জানা যায়, দলগাঁও চা বাগানের পাশের জঙ্গলে গতকাল হাতির অবস্থান লক্ষ্য করা গিয়েছিল। তবে লোকালয়ে হাতি ঢুকেছে বলে বন কর্মীদের কাছে খবর ছিল না। ভোরের দিকে হয়তো বাঁশ বাগানের কাছে একটি হাতি ছিল বলে অনুমান বন কর্মীদের। ওই হাতির হানাতেই রাহুলের মৃত্যু হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সরকারি নিয়মে যা যা করার, বন দফতরের পক্ষ থেকে করা হবে বলে জানা গিয়েছে। বন দফতরের মাদারিহাট রেঞ্জের পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে। এই মৃত্যুতে শোকস্তব্ধ স্থানীয় বাসিন্দারা। সেই সঙ্গেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এভাবে চলতে থাকলে হাতি এক এক করে গ্রামবাসীদের মেরে ফেলবে বলে আশঙ্কা বাসিন্দাদের। বন দফতরের তরফে গভীর রাত ও ভোরের দিকে এলাকাবাসীদের ঘর থেকে বের হতে বারণ করা হয়েছে।






