Bio Toilet: শান্তিপুরে এই প্রথম! চালু হয়ে গেল শহরের ফার্স্ট বায়ো টয়লেট, দূর হল শৌচাগার নিয়ে দীর্ঘদিনের সমস্যা

Last Updated:

Bio Toilet: স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, দুয়ারে সরকার, আমাদের পাড়া আমাদের সমাধান সহ নানা ভাবে সমস্যার কথা জানানো হয়েছিল। এবার কিছুটা হলেও উপকৃত হবেন সকলে। ব্যবসায়ী মহলও পুরসভার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

+
শান্তিপুরে

শান্তিপুরে বায়ো টয়লেট

শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথঃ সম্প্রতি জগৎ বিখ্যাত শান্তিপুরের রাস উৎসব উপলক্ষে বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর আহ্বানে বিজয় কৃষ্ণ গোস্বামীর বাড়িতে এসেছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য। শান্তিপুর পৌরসভার উদ্যোগে গড়ে তোলা বেশ কয়েকটি বুস্টিং পাম্প রাস্তা এবং বায়ো টয়লেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এবার শান্তিপুরের প্রাণকেন্দ্র কাশ্যপ পাড়া মোড়ে বসানো বায়ো টয়লেট সকলের ব্যবহারের উদ্দেশে খুলে দিলেন পুরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ।
তিনি জানান, এই অঞ্চলে ব্যবসায়ীরা শৌচাগারের অভাবে দীর্ঘদিন সমস্যায় ছিলেন। তাঁদের কথা মাথায় রেখেই আপাতত পুরুষ শৌচাগার বসানো হল, আগামীতে একটি মহিলা বায়ো টয়লেট বসানোর ইচ্ছা রয়েছে পুরসভার। এছাড়া পুরসভার আরেকটি ভ্রাম্যমান শৌচাগার রয়েছে, যেটি বিভিন্ন উৎসব, অনুষ্ঠানে ব্যবহৃত হয়। তবে এটি অত্যন্ত আধুনিক এবং পরিবেশবান্ধব। পাশে একটি কুয়ো থাকলেও এক বিশেষ ধরনের রাসায়নিক ব্যবহারের মাধ্যমে মল-মূত্র গন্ধহীন জলে পরিণত হয়। নির্দিষ্ট সময় অন্তর পুরসভা থেকে সাফাই কর্মীরা তা নিয়ে যাবেন।
advertisement
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে অভিনব উদ্যোগ! শুরু হয়ে গেল ‘শিল্পের সমাধানে’, উপকৃত হবেন ছোট ও মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা
এবারও স্থানীয় ব্যবসায়ীদের পরিষ্কার রাখা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছেন শান্তিপুর চেয়ারম্যান সুব্রত ঘোষ। অন্যদিকে রাস্তার উপরে সাধারণ মানুষের ব্যাঘাত সৃষ্টি যাতে না হয়, সেই জন্য কোনও স্থায়ী দোকান নির্মাণের বিষয়টিও লক্ষ্য রাখতে বলেন তিনি।
advertisement
advertisement
স্থানীয় কাউন্সিলর প্রতিনিধি সঞ্জয় কর জানান, অত্যন্ত জনবহুল এই শহরের প্রাণকেন্দ্রে মানুষের দীর্ঘদিনের দাবি এবং প্রয়োজন ছিল। চেয়ারম্যান কথা রেখেছেন। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, দুয়ারে সরকার, আমাদের পাড়া আমাদের সমাধান সহ নানা ভাবে সমস্যার কথা জানানো হয়েছিল। এবার কিছুটা হলেও উপকৃত হবেন সকলে। ব্যবসায়ী মহলও পুরসভার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাঁরা জানান, সকালের দিকে শৌচাগার খোলাই থাকবে, তবে দুপুরের পর থেকে তাঁদের কাছে চাবি থাকবে। পথচারী কিংবা দূরাগত কেউ ব্যবহার করলে তালা খুলে দেওয়া হবে। তবে শৌচাগার পরিষ্কার রাখার বিষয়ে এবং রাস্তার পাশে স্থায়ী দোকান যাতে না নির্মিত হয় সেই বিষয়ে তাঁরা সজাগ এবং সচেষ্ট থাকবেন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bio Toilet: শান্তিপুরে এই প্রথম! চালু হয়ে গেল শহরের ফার্স্ট বায়ো টয়লেট, দূর হল শৌচাগার নিয়ে দীর্ঘদিনের সমস্যা
Next Article
advertisement
SSKM নিয়ে বিরাট পরিকল্পনা মমতার! 'অন্ধকারে অনেক বদমাশ যেমন গাছতলায় বসে থাকে'... ব্যবস্থা নেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর
SSKM নিয়ে বিরাট পরিকল্পনা মমতার! অন্ধকারে বিপদের আশঙ্কা ঘুচবে, আশ্বাস মুখ্যমন্ত্রীর
  • মমতা বন্দ্যোপাধ্যায় SSKM হাসপাতালের নিরাপত্তা ও পরিষেবা উন্নতির আশ্বাস দিয়েছেন.

  • নতুন ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক প্রকল্পের উদ্বোধন করলেন মমতা, বিনামূল্যে চিকিৎসা পাবেন মানুষ.

  • SSKM-এ অরগ্যান ব্যাঙ্ক স্থাপনের পরিকল্পনা, ভবিষ্যতে হার্ট ও কিডনির ব্যাঙ্কও হবে.

VIEW MORE
advertisement
advertisement