এই বিপদের নাম বুনো হাতি। তাও যদি একটি বুনো হাতি রাস্তায় দাঁড়িয়ে থাকত। এই রাস্তায় এলেই দেখা যায় একসঙ্গে দাঁড়িয়ে রয়েছে তিন থেকে চারটি হাতি। প্রতিদিনের এই রুটিন হয়ে গিয়েছে। যদিও জলদাপাড়া বনবিভাগের কর্মীরা সামনাসামনি থাকেন।মহাতি দেখে তাঁদের খবর দিলে তারা চলে আসেন। বনকর্মীদের দেখলে জঙ্গলের ভেতরে চলে গেলেও ফের কিছুক্ষণ বাদে দেখা মেলে হাতির দলের।
advertisement
আরও পড়ুন: ঘাপটি মেরে জঙ্গলে ছিল বাইসন, ডিউটি সেরে হাতি থেকে নামতেই বনকর্মীকে…! সব শেষ জলদাপাড়ায়
আলিপুরদুয়ারের বীরপাড়ার এই মাকরাপাড়া এলাকা একটি পর্যটন ক্ষেত্র। ভুটান পাহাড়টিকে নিবিড়ভাবে দেখার জন্য এই এলাকায় ছুটে আসেন দূর দূরান্তের পর্যটকেরা। এই এলাকায় রয়েছে একটি কালীমন্দির। যেখানে ভুটান এবং ভারতের পুণ্যার্থীরা পুজো দেন। প্রতি সময়েই ভিড় দেখা যায় এই এলাকায়। এবারে পর্যটকরা ভয় পেয়েছেন। কারণ তাঁদের যাতায়াতের রাস্তায় দাঁড়িয়ে পড়ছে হাতি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পর্যটকদের আওয়াজ শুনলে গাছের ডাল ভেঙে তেড়ে আসছে তারা। এলাকায় বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্থ করেছে হাতির দলটি। ভয়ে তা ঠিক করতে আসছেন না বিদ্যুৎ বিভাগের কর্মীরা। এলাকায় বনকর্মীদের টহলের দাবি জানাচ্ছেন সকলে।
Annanya Dey