পুলিশ সূত্রে খবর, জয়গাঁর বাসিন্দা রাকেশ প্রসাদ ও হাসিমারার বাসিন্দা বিশাল কুমার শাহ উত্তরপ্রদেশের এর এক শ্মশান থেকে হাড্ডি কুড়িয়ে তা ভুটানে পাচারের ছক কষেছিল।
advertisement
এরপরই গোপন সূত্রের খবরের ভিত্তিতে জয়গাঁর ভানু মোড় এলাকায় নাকা চেকিং চলাকালীন এক যাত্রীবাহী বাস থেকে এক ব্যাগ ভর্তি হাড্ডি সহ দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল সত্য। ভুটানে ব্যাপক চাহিদা রয়েছে এই হাড়ের। মূলত তন্ত্রবিদ্যায় ব্যবহৃত হয় এই হাড় বলে পুলিশ সূত্রে খবর। যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা।
বর্তমানে অভিযুক্তদের আদালতে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও কত টাকায় হাড়গুলি ভুটানে বিক্রির ছক কষেছিল অভিযুক্তরা, তা এখনও জানায়নি পুলিশ। জয়গাঁ থানার আইসি পালজার ভুটিয়া জানিয়েছেন, “তদন্ত আমরা করছি। আরও কেউ যুক্ত রয়েছে কী না দেখা হচ্ছে। বিশেষ সূত্রে জানা গিয়েছে, হাড় গুলি এক মহিলার। তবে পুলিশের পক্ষ থেকে এই বিষয়েও মুখ খোলা হয়নি।”