SSC Case: 'আমাদের কিছু করার নেই', SSC কাণ্ডে মন্তব্য সুপ্রিম কোর্টের! খারিজ হয়ে গেল মামলা! আদালতে বড় মন্তব্য় কল্যাণ বন্দ্যোপাধ্যায়েরও

Last Updated:
SSC Case: এসএসসির আইনজীবী কল‍্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতকে জানান, ৭ তারিখের পরীক্ষা স্মুথলি হয়েছে।
1/5
কলকাতা: সর্বোচ্চ আদালতে খারিজ এসএসসি চাকরিপ্রার্থী বিকাশ পাত্রর আবেদন। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ জানায়, ''আপনি অযোগ্য। আমাদের কিছু করার নেই।''
কলকাতা: সর্বোচ্চ আদালতে খারিজ এসএসসি চাকরিপ্রার্থী বিকাশ পাত্রর আবেদন। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ জানায়, ''আপনি অযোগ্য। আমাদের কিছু করার নেই।''
advertisement
2/5
টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে কিনা তা নিয়েও জানতে চান বিচারপতিরা। এসএসসির আইনজীবী কল‍্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতকে জানান, ৭ তারিখের পরীক্ষা স্মুথলি হয়েছে।
টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে কিনা তা নিয়েও জানতে চান বিচারপতিরা। এসএসসির আইনজীবী কল‍্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতকে জানান, ৭ তারিখের পরীক্ষা স্মুথলি হয়েছে।
advertisement
3/5
তারপরই বিচারপতিরা প্রশ্ন করেন, ''আপনাদের দেওয়া তালিকায় স্বচ্ছতা নেই কেন? এত কনফিউশন কেন হচ্ছে?'' প্রসঙ্গত, এসএসসি-র পরপর মামলায় বিরক্ত সুপ্রিম কোর্টও। দাগিদের তালিকা প্রকাশ করা হয়েছে, সুপ্রিম কোর্টকে তাও জানিয়েছে SSC। এসএসসি-র আইনজীবী জানান, দাগি অযোগ্যদের অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছিল।
তারপরই বিচারপতিরা প্রশ্ন করেন, ''আপনাদের দেওয়া তালিকায় স্বচ্ছতা নেই কেন? এত কনফিউশন কেন হচ্ছে?'' প্রসঙ্গত, এসএসসি-র পরপর মামলায় বিরক্ত সুপ্রিম কোর্টও। দাগিদের তালিকা প্রকাশ করা হয়েছে, সুপ্রিম কোর্টকে তাও জানিয়েছে SSC। এসএসসি-র আইনজীবী জানান, দাগি অযোগ্যদের অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছিল।
advertisement
4/5
এসএসসির উদ্দেশ্যে এর আগে এক মামলায় বিচারপতি সঞ্জয় কুমারের মন্তব্য ছিল, সব 'দাগি অযোগ্য'দের বাদ দেওয়া হয়েছে তো? এসএসসির আইনজীবী জানান, বাদ দেওয়া হয়েছে।
এসএসসির উদ্দেশ্যে এর আগে এক মামলায় বিচারপতি সঞ্জয় কুমারের মন্তব্য ছিল, সব 'দাগি অযোগ্য'দের বাদ দেওয়া হয়েছে তো? এসএসসির আইনজীবী জানান, বাদ দেওয়া হয়েছে।
advertisement
5/5
এসএসসির বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ নিয়ে করা মামলা খারিজও করে দিয়েছিল আদালত। সুপ্রিম কোর্ট মন্তব্য করেছিল, নিয়োগ প্রক্রিয়ায় এসএসসি-র নীতিগত সিদ্ধান্তে হস্তক্ষেপ না। এবার আরও এক মামলায় খারিজ হয়ে গেল চাকরিপ্রার্থীর আবেদন।
এসএসসির বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ নিয়ে করা মামলা খারিজও করে দিয়েছিল আদালত। সুপ্রিম কোর্ট মন্তব্য করেছিল, নিয়োগ প্রক্রিয়ায় এসএসসি-র নীতিগত সিদ্ধান্তে হস্তক্ষেপ না। এবার আরও এক মামলায় খারিজ হয়ে গেল চাকরিপ্রার্থীর আবেদন।
advertisement
advertisement
advertisement