আলিপুরদুয়ার জেলায় বসবাস বিশ্বের আদিমতম ক্ষুদ্র জনজাতি টোটোদের। দুর্গম এই এলাকা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। মাদারিহাট এলে পর্যটকরা টোটোপাড়াতে যান। টোটো জনজাতির সংস্কৃতি উপস্থাপনের জন্য এই উৎসব আয়োজিত হয়।
আরও পড়ুনঃ ভরা বিয়ের মরশুম, মন্দিরে মন্দিরে ঘুরছেন ময়নার বিডিও! কারণ জানলে কুর্নিশ জানাতে ইচ্ছা করবে
এই বছর উৎসবের তৃতীয় বর্ষ। এই অনুষ্ঠানের মাধ্যমে টোটো জনজাতির মানুষের নাচ, গান, পোশাক, খাবার তুলে ধরা হয়। সারশ পাখিকে টোটো জনজাতির মানুষেরা বলেন টুংটুং কামু। উৎসবের আয়োজক প্রকাশ টোটো জানান, “উৎসব আয়োজনের মূল উদ্দেশ্য টোটো জনজাতির মানুষদের হারিয়ে যাওয়া সংস্কৃতি সকলের সামনে তুলে ধরা। পর্যটকরা এই সময়ে এসে দেখতে পাবেন টোটোপাড়ার মানুষদের সংস্কৃতি, হস্তশিল্প এবং খাবার দাবার।”
advertisement
সাতটি নদী পাড় করে যেতে হয় এই পাহাড়ি গ্রামে। পৃথিবীর আদিম ক্ষুদ্র জনজাতি এই টোটোরা। অনুন্নয়নকে সঙ্গী করে আলিপুরদুয়ার জেলার এক কোণে পড়ে রয়েছে এই আদিম জনজাতির মানুষেরা। টোটোপাড়া এই রাজ্যের আলিপুরদুয়ার জেলার একটি ছোট পাহাড়ী গ্রাম, যা ভারত-ভুটান সীমান্তে তাদিং পাহাড়ের পাদদেশে অবস্থিত। গ্রামটি একটি পর্যটনস্থল। এটি বিশ্বে টোটো জনজাতির একমাত্র আবাসস্থল।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গ্রামটি মাদারিহাট থেকে প্রায় ২২ কিমি দূরে অবস্থিত। এর উত্তরে ভুটানের সীমান্ত তাদিং পাহাড়ের পাদদেশ, পূর্বে তোর্ষা নদী এবং দক্ষিণ-পশ্চিমে হাওরি নদী এবং তিতি বনাঞ্চল। যাকে হাওরি নদী বিভক্ত করেছে। সাতটি ছোট ও বড় নদীর মধ্যে একটিতেও নেই সেতু। যার ফলে বর্ষা এলে এই এলাকার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায় আলিপুরদুয়ার জেলার।





