আলিপুরদুয়ারের বাসিন্দা ৩০ বছরের জ্যোতি মণ্ডল আজ কথ্থক নৃত্যের শিল্পী ৷ আর তাঁর ভালবাসার এই নাচই তাকে এনে দিয়েছে সুখ্যাতি। তাঁর নাচের নিখুঁত ঘূর্ণন মুগ্ধ হয়ে দেখে সকলে। এই সাফল্যে আবেগে ভাসছে শিল্পী ও তাঁর পরিবার ৷
আরও পড়ুন: কোন ভিটামিনের অভাবে খুশকিতে ভরে মাথা, জানাচ্ছন পুষ্টিবিদ! রইল বাঁচার সেরা টোটকা!
advertisement
আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার বাসিন্দা জ্যোতি মণ্ডল ৷ এলাকায় পরিচিত দেবজ্যোতি হিসেবে ৷ বেশ কয়েক বছর হল হারিয়েছেন বাবাকে৷ স্বামীর মৃত্যুর পর সংসারের হাল ধরেছেন জ্যোতির মা বীণা মণ্ডল৷ একটি দোকান থেকে যা অর্থ আসে, তাই দিয়েই টেনেটুনে খরচা চালান সংসারের৷ জ্যোতির নাচের প্রতি ভালবাসা দেখে কখনও বাধা দেননি তাঁর মা ৷ বরং গয়না বন্ধক রাখতে হলেও ছেলেকে নাচ শেখানোর ক্ষেত্রে কার্পণ্য করেননি ৷
কথক নৃত্যে আজ জ্যোতি এলাকায় এক পরিচিত মুখ৷ বর্তমানে তিনি বিন্নাগুড়ি আর্মি স্কুলে নৃত্যের শিক্ষক। বীরপাড়ায় তাঁর নিজস্ব ডান্স অ্যাকাডেমিও রয়েছে৷ জ্যোতি মণ্ডল জানান, “নাচ আমাকে পরিচয় দিয়েছে। কখনও হেরে যেতে দেয়নি। মনের মধ্যে ভাল নৃত্যশিল্পী হওয়ার জেদ তৈরি করেছে। দায়িত্ব নিতে শিখিয়েছে।”





