তবে পড়াশোনা থমকে যাক চান না তাঁরা কেউই। পড়ুয়াদের এখন একটাই দাবি, অন্ততপক্ষে দুটি বাস দেওয়া হোক ওই এলাকার জন্য। এবার তাই বাসের দাবিতে সরব হয়ে মাদারিহাট বীরপাড়া ব্লকের বিডিওকে সমস্যার কথা জানাল মাকড়াপাড়া ও তুলসীপাড়া এলাকার পড়ুয়ারা।
advertisement
পড়ুয়াদের সংখ্যা কমে এখন ঠেকেছে ২০০তে। এর মধ্যে যেমন রয়েছে কলেজ পড়ুয়া। তেমনি রয়েছে স্কুল পড়ুয়া। বীরপাড়া থেকে প্রায় পনেরো কিমি দূরে অস্থিত মাকড়াপাড়া। এই এলাকার ছাত্রছাত্রীদের প্রতিদিন স্কুল ও কলেজে যাওয়ার জন্য বীরপাড়া আসতে হয়। অপরদিকে বীরপাড়া থেকে মাকড়াপাড়া ও তুলসিপাড়া রুটে কোনও বাস চলাচল করে না। এতে বেজায় সমস্যায় পড়তে হয় ওই এলাকার ছাত্রছাত্রীদের।
আরও পড়ুনঃ মাঠের মাঝে বিশালাকার ওটা কী…! কাছে যেতেই ‘থ’ বাসিন্দারা, দোষীদের ছাড়া হবে না, জানিয়ে দিল বন দফতর
ছোট গাড়িতে বীরপাড়া আসতে পঞ্চাশ টাকা ভাড়া দিতে হয় প্রতিদিন। যাতায়াতে একশ টাকা ব্যয় হয়। কিন্তু চা বাগানের পড়ুয়াদের প্রতিদিন একশ টাকা গাড়ি ভাড়া খরচ করে স্কুল কিংবা কলেজে আসা সম্ভব নয়। এজন্য বাসের দাবিতে সরব হয়েছেন তারা। সাধনা ওরাও নামের এক কলেজ পড়ুয়া জানান, ” বাস নেই, এজন্য অনেকে পড়াশোনা ছেড়ে দিয়েছে। কেননা এত ভাড়া দিয়ে পড়াশোনা করা অনেক পরিবারের পক্ষে সম্ভব নয়।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদিও এই বিষয়ে বিডিও অমিত কুমার চৌরাশিয়া জানান, “এই বিষয়ে ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে কথা বলা হবে। যদি এনবিএসটিসি-র বাস দেওয়া যায় তাহলে অনেক ভবিষ্যৎ আমরা সুরক্ষিত করতে পারব।”
Annanya Dey