মাঠের মাঝে বিশালাকার ওটা কী...! কাছে যেতেই 'থ' বাসিন্দারা, দোষীদের ছাড়া হবে না, জানিয়ে দিল বন দফতর

Last Updated:

সাত সকালে ঘুম ভাঙার পর ক্ষেতে বিশালকারের কী এমন দেখলেন চুয়াপাড়ার বাসিন্দারা। যা দেখে তাঁদের চোখ উঠল কপালে।

হাতি মৃত্যু ঘিরে চাঞ্চল্য
হাতি মৃত্যু ঘিরে চাঞ্চল্য
আলিপুরদুয়ার: সাত সকালে ঘুম ভাঙার পর ক্ষেতে বিশালাকারের কী এমন দেখলেন চুয়াপাড়ার বাসিন্দারা। যা দেখে তাঁদের চোখ উঠল কপালে। খবর দেওয়া হল বন দফতরে। বন কর্মীরা এসে বিশালকারের বুনো হাতির মৃত দেহ দেখে তদন্ত শুরু করলেন।
একটি বুনো হাতির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ার জেলার চুয়াপাড়া গ্ৰাম পঞ্চায়েতের দলবদল বস্তি সংলগ্ন এলাকায়। এদিন সকালে ঘুম থেকে উঠে গ্ৰামবাসীরা দেখেন গ্ৰামের সীমানা এলাকায় পানা  নদীর পাশে একটি হাতি পড়ে আছে। অনেক সাহস নিয়ে সামনে গিয়ে তারা দেখেন হাতিটির মৃত্যু হয়েছে। সঙ্গে সঙ্গে তারা বন দফতরে খবর দেন। ঘটনাস্থলে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মী ও আধিকারিক পৌঁছয়।
advertisement
advertisement
আলিপুরদুয়ার বন দফতর সূত্রে জানা যায়, এটি একটি মাদি হাতি এবং মৃত। তবে ইলেকট্রিক শক খেয়ে হাতিটির মৃত্যু হয়নি বলে মনে করছেন তারা। কীভাবে মৃত্যু হল হাতিটির, সেই পুরো ঘটনা খতিয়ে দেখছে বনদফতরের কর্মীরা। জানা গিয়েছে, হাতিটিকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে গিয়ে ময়নাতদন্ত করা হবে। রিপোর্ট এলে বোঝা যাবে মৃত্যুর কারণ। তবে কেউ যদি এই ঘটনার সঙ্গে জড়িত থাকে তাহলে তাঁকে ছেড়ে কথা বলবে না বন দফতর।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এলাকার বাসিন্দা বুধু মুন্ডা জানান, “প্রথমে ভেবেছিলাম কোনও হাতি শুয়ে আছে। ভয় লাগছিল যেতে। এরপর সবাইকে ডাক দেই। হাতিটির কোনও নড়চড় না দেখে এগিয়ে গিয়ে দেখি হাতিটি মরে পড়ে আছে। এরকম ঘটনা কোনও দিন দেখিনি এলাকায়। এখন অন্যান্য হাতির তান্ডব না শুরু হয়।”
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
মাঠের মাঝে বিশালাকার ওটা কী...! কাছে যেতেই 'থ' বাসিন্দারা, দোষীদের ছাড়া হবে না, জানিয়ে দিল বন দফতর
Next Article
advertisement
ভারতের হামলার ৬ মাস পরেও পাকিস্তানের যা হাল! মেরামত চলছে সামরিক ঘাঁটিগুলিতে...স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল গোপন সত্যি!
অপারেশন সিঁদুরের ৬ মাস পরেও পাকিস্তানের যা হাল! স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল গোপন সত্যি
  • নতুন উপগ্রহচিত্রে দেখা গেছে, ভারতের হামলার ছয় মাস পরও পাকিস্তানের নুর খান এয়ারবেসে মেরামত চলছে.

  • জেকবাবাদ এয়ারবেসের উপগ্রহচিত্রে দেখা গেছে, ভারতীয় আক্রমণে ক্ষতিগ্রস্ত হ্যাঙ্গারের মেরামত এখনও চলছে.

  • ২০২৫ সালের মে মাসে ভারত অপারেশন সিঁদুর শুরু করে, পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে.

VIEW MORE
advertisement
advertisement