Alipurduar News: সপরিবারে লেপার্ড ধরা পড়ল খাঁচায়, তাদের আতঙ্কে তটস্থ হয়েছিল এলাকাবাসী, চা বাগানে ঘুরতে যাওয়ার আগে সাবধান
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:
Last Updated:
গতকাল রাতে ফের আরও একটি লেপার্ড খাঁচাবন্দী হল আলিপুরদুয়ার মাঝের ডাবরি চা বাগানে। গত ১৫ দিনে তিনটি লেপার্ড ধরা পড়ল এই চা বাগান থেকে।
advertisement
advertisement
মাঝের ডাবরি চা বাগানের ম্যানেজার চিন্ময় ধর জানিয়েছেন, "চা শ্রমিকেরা আতঙ্কিত হয়ে গিয়েছিলেন লেপার্ডের তাণ্ডবে। বন দফতরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে চারটি খাঁচা বসানো হয়েছিল বাগানে। দেওয়া হয়েছিল ছাগলের টোপ। এর আগে দুটি লেপার্ড ধরা পড়েছে। ফের আরেকটি লেপার্ড ধরা পড়ল। ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সকলে।"
advertisement
advertisement






