কালচিনি ব্লকের হ্যামিলটনগঞ্জ এলাকার এক স্কুলের পড়ুয়ারা দিল্লির পার্লামেন্ট ছাড়া অন্যান্য ঐতিহাসিক স্থান ঘুরে দেখবে বলে জানা গিয়েছে। দিল্লির উদ্দেশ্য রওনা দেয় বিদ্যালয়ের ৫২ জন পড়ুয়া ও সাত জন শিক্ষক-শিক্ষিকা। এতদিন টিভিতে ভারতের পার্লামেন্ট দেখেছিল পড়ুয়ারা। বইয়ের পাতা থেকে জানতে পেরেছিল পার্লামেন্টের কক্ষগুলি সম্পর্কে। সেখানকার অধিবেশন নিয়ে পড়াশোনা করেছিল তারা। স্বচক্ষে পার্লামেন্ট দেখার সুযোগ পেয়ে খুশি স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা। স্কুলের পড়ুয়া পারুল শর্মা জানান, “দিল্লির ঐতিহাসিক স্থানগুলির থেকেও বেশি পার্লামেন্ট দেখার ইচ্ছে আমাদের। এই অভিজ্ঞতা আমাদের ভবিষ্যতে কাজে দেবে।”
advertisement
স্কুলের চেয়ারম্যান পবন কুমার সিং ঝা জানান, ” ছাত্রছাত্রীদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে প্রতিবছর বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীদের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। এ’বছর পার্লামেন্ট নিয়ে যাওয়া হচ্ছে। কীভাবে আমাদের দেশের আইন প্রণয়ন হয়, পার্লামেন্টে কাজ কীভাবে চলে, এ’সমস্ত কিছু সচক্ষে দেখতে পাবে ছাত্রছাত্রীরা।”
Annanya Dey