আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের এই তিন মুখকে চেনেন সকলেই। বাম প্রার্থী মিলি ওরাও, বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা ও তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বড়াইক। রাজনৈতিক মতভেদ থাকলেও তারা একে ওপরের বন্ধু তা আবারও প্রমান হল আজ।তৃণমূল প্রার্থী প্রকাশ বাবু জানালেন, ” রাজনৈতিক মতভেদ থাকলেও আলিপুরদুয়ারে সন্ত্রাসের রাজনীতি কখনোই হয়নি। আমরা একে অপরের সুখ দুঃখে সব সময় পাশে ছিলাম আছি এবং থাকব। “
advertisement
ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ও ডুয়ার্স কন্যায় একে অপরকে জড়িয়ে ধরতে দেখা গিয়েছিল মনোজ ও প্রকাশ বাবুকে। এমনকি ভোট শান্তিপূর্ণ হয়েছে। ফলাফল প্রকাশের দিনও দেখা গেল বন্ধুত্বের ছবি।এই ছবি শুধুই ইতিবাচক মহলের ইঙ্গিত দেয়। এই বিষয়ে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা জানান, ” এটি আলিপুরদুয়ার জেলার সংস্কৃতি। আমরা সবার উপর মানুষ। মানবিক সম্পর্ককে অবহেলা করা যায় না। ” একই কথা বামপ্রার্থী মিলি ওরাও এর মুখে। গণনার দিন এই বিরল দৃশ্য দেখে খুশি সকলে।
Annanya Dey