জয়গাঁ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এলাকাগুলির পাশ দিয়ে বয়ে যায় তোর্সা নদী। বর্ষাকাল এলেই নদীর ভয়াবহ রূপ দেখা যায়। ভাঙন চলে প্রতিনিয়ত। অনেক এলাকাবাসী ছেড়ে গিয়েছেন এলাকা। এখনও অবদি ভাঙনে তলিয়ে গিয়েছে ৪০টি ঘর। নদীর ফুলে ফেঁপে ওঠা চেহারা দেখে এখন আতঙ্ক চেপে বসেছে এলাকাবাসীদের মনে। ভারত-ভুটান সীমান্তে তোর্সা নদীর তীরবর্তী এলাকার অধিকাংশ বাসিন্দার ঘর তলিয়ে যাওয়ার পর তারা অন্যত্র চলে যান। এলাকায় গেলে দেখা যাবে বেশিরভাগ ঘর ফাঁকা। তোর্সার জলে তলিয়ে গিয়েছে বাড়ির উঠোন। এখন অনেকের শুধু ঘরটাই চলে যাওয়া বাকি।
advertisement
অনেক বাসিন্দারা ঘরের জানলা, দরজা, টিন সব খুলে নিয়ে চলে গিয়েছেন। এলাকার বাসিন্দারা জানান, তারা নদীতে বাঁধ চাইছেন বহু বছর থেকে কিন্তু প্রশাসন তা কানে তুলছে না। এদিকে গ্রাম নদীর ভয়ে ফাঁকা হয়ে যাচ্ছে। অনিশ্চয়তা নিয়ে কেউ থাকতে চায় না। বৃষ্টি শুরু হতেই নদীর জল বাড়ছে, এবার যে কি হবে, তা কেউ বুঝে পাচ্ছেন না।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নদী ভাঙনের ফলে ঘর হারিয়েছেন এই এলাকার বাসিন্দা ললিতা বিশ্বকর্মা। নদীর তোড়ে ঘর ভেঙে যাওয়ার স্মৃতি এখনও তাঁর মন থেকে যায়নি। ভোটের আগে সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই এলাকায় এসে বাঁধ তৈরির প্রতিশ্রুতি দেন। কিন্তু সেই বাঁধ মেলে না বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের।