সেনাবাহিনীর গাড়িতে সেগুন কাঠ পাচার! রাতের অন্ধকারে কাঠ মাফিয়াদের 'দুঃসাহসিক' কর্মযজ্ঞ, শেষে তীরে এসে তরী ডুবলো
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
রাত ২টো ৪০ মিনিট নাগাদ রায়ডাক চা বাগানের দিক থেকে একটি ট্রাক আসতে দেখে সেটিকে থামায় বন কর্মীরা
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকারঃ পাচারের নতুন ছক। সেনাবাহিনীর স্টিকার লাগানো গাড়িতে করে কাঠ পাচারের চেষ্টা করছিল একদল কাঠ মাফিয়া। তবে তা বানচাল করল বক্সা টাইগার রিজার্ভ।
সেনাবাহিনীর স্টিকার লাগানো ট্রাকে করে কাঠ পাচারের ছক কষেছিল কাঠ মাফিয়ারা। কিন্তু বন দফতরের তাৎপরতায় মাঠে মারা গেল পাচারের পরিকল্পনা। মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বক্সা ব্যাঘ্র প্রকল্পের অধিনস্থ নর্থ রায়ডাক রেঞ্জের রেঞ্জ অফিসার শ্যামল মন্ডলের নেতৃত্বে মারাখাতা বিটের কাছে লালচাঁদ পুর এলাকায় ওঁৎ পাতেন বন কর্মীরা। কাঠ মাফিয়াদের হাতেনাতে ধরতে পুরোপুরি প্রস্তুত ছিলেন তাঁরা।
advertisement
আরও পড়ুনঃ ডুয়ার্সের চা বলয়ে গোপনে চলছিল ‘বড়সড়’ চক্রান্ত! ফাঁস হতেই হাজির মহিলা কমিশন, জানেন কী ঘটছে আলিপুরদুয়ারে?
রাত ২টো ৪০ মিনিট নাগাদ রায়ডাক চা বাগানের দিক থেকে একটি ট্রাক আসতে দেখে সেটিকে থামায় বন কর্মীরা। থামানোর পর দেখা যায় সেই ট্রাকের উইন্ডস্ক্রিনে অন ডিউটি আর্মি লেখা স্টিকার লাগানো রয়েছে। বন কর্মীরা গাড়িটি তল্লাশি করতে গেলে অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায় পাচারকারীরা। এদিকে ট্রাক থেকে বেরিয়ে আসে বেশ কয়েকটি বড় বড় সেগুন গাছের লগ। এরপর গাড়িটি বাজেয়াপ্ত করে রেঞ্জ অফিসে নিয়ে যায় বন দফতর।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সোনার চা! শুনেছেন কখনও? কেজি প্রতি লক্ষ টাকার ‘গোল্ড টি’ কোন রাজ্যে বিক্রি হচ্ছে জানেন? পাড়ি দেবে দুবাইতেও
সেনাবাহিনীর স্টিকার লাগানো ট্রাকে কাঠ পাচারের চেষ্টার ঘটনাটি নিয়ে শামুকতলা থানায় অভিযোগ দায়ের করেছে বন দফতর। বনকর্মী সূত্রে খবর, বাজেয়াপ্ত কাঠের আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 20, 2025 8:58 PM IST