ডুয়ার্সের চা বলয়ে গোপনে চলছিল 'বড়সড়' চক্রান্ত! ফাঁস হতেই হাজির মহিলা কমিশন, জানেন কী ঘটছে আলিপুরদুয়ারে?

Last Updated:

আলিপুরদুয়ার জেলার মাঝের ডাবরি ও কালচিনি চা বাগান পরিদর্শনে আসেন জাতীয় মহিলা কমিশনের সদস্য।

চা বাগান
চা বাগান
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকারঃ ডুয়ার্সের নারী পাচার ঘটনা নিয়ে এবার হল সক্রিয় হল জাতীয় মহিলা কমিশন। চা বাগানের নারী পাচার ইস্যুতে জাতীয় মহিলা কমিশনের সদস্য ড: অর্চনা মজুমদার মঙ্গলবার আলিপুরদুয়ার জেলার মাঝের ডাবরি ও কালচিনি চা বাগান পরিদর্শনে আসেন। আগামিকাল শিলিগুড়িতে আলাদা আলাদাভাবে আরপিএফ এবং বিএসএফের সঙ্গে বৈঠক করবেন অর্চনা মজুমদার।
আরও পড়ুনঃ সোনার চা! শুনেছেন কখনও? কেজি প্রতি লক্ষ টাকার ‘গোল্ড টি’ কোন রাজ্যে বিক্রি হচ্ছে জানেন? পাড়ি দেবে দুবাইতেও
সম্প্রতি শিলিগুড়িতে পর পর চা বাগান থেকে নারী পাচার চক্রের পাণ্ডারা গ্রেফতার হয়েছে। ডুয়ার্সের একাধিক চা বাগান এলাকার বাসিন্দা তরুনী ও যুবতীদের উদ্ধার করেছে পুলিশ। ভিন রাজ্যে চা বলয়ের যুবতীদের পাচারের ছক কষেছিল চক্রান্তকারীরা। কিন্তু তার আগেই পুলিশের তৎপরতায় ভেস্তে যায় সেই পরিকল্পনা। হাতেনাতে ধরা পড়ে পাচারকারীরা।
advertisement
আরও পড়ুনঃ যৌবন বাড়ানোর ওষুধ তৈরিতে ব্যবহার হয় ‘এই’ সরীসৃপ! আলিপুরদুয়ারের গ্রাম থেকে উদ্ধার বিরল প্রজাতির প্রাণী
এই ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে শহরে। এই ঘটনার পরেই নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। তৎপর হয়েছে জাতীয় মহিলা কমিশন। এই আবহে মঙ্গলে চা বলয়ে জাতীয় মহিলা কমিশনের পরিদর্শন বিভিন্ন মহলে উদ্বেগ বাড়িয়েছে।
advertisement
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ডুয়ার্সের চা বলয়ে গোপনে চলছিল 'বড়সড়' চক্রান্ত! ফাঁস হতেই হাজির মহিলা কমিশন, জানেন কী ঘটছে আলিপুরদুয়ারে?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement