যৌবন বাড়ানোর ওষুধ তৈরিতে ব্যবহার হয় 'এই' সরীসৃপ! আলিপুরদুয়ারের গ্রাম থেকে উদ্ধার বিরল প্রজাতির প্রাণী
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
বিরল প্রজাতির তক্ষক নিয়ে চোরাচালানের ব্যবসা করে পাচারকারীরা। এই বন্য সরিসৃপ প্রানী যৌবন বাড়ানোর ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়।
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকারঃ বহুমূল্য তক্ষক উদ্ধার করে নজির গড়লেন দুই যুবক। আলিপুরদুয়ার শহর লাগোয়া চাপরের পার গ্রামে একটি তক্ষক দেখতে পান ওই দুই যুবক। এরপর তাঁরা তক্ষকটিকে ধরে সোজা আলিপুরদুয়ার থানায় জমা দেন। পরে থানা থেকে বন দফতরে খবর দেওয়া হয়।
তক্ষক উদ্ধারের খবর পেয়ে বক্সা টাইগার রিজার্ভের বনকর্মীরা থানায় আসেন। তক্ষকটিকে তাঁরা উদ্ধার করে নিয়ে যান। তক্ষকটিকে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে বন দফতর। ওই দুই যুবকের নাম পরিচয় জানা যায়নি। তবে তাঁদের কাজে খুশি বন দফতর।
আরও পড়ুনঃ একনাগাড়ে বৃষ্টি! বিপদসীমা ছাড়িয়ে কালজানির জল ভাসাচ্ছে ঘরবাড়ি, গত কয়েক বছরে বর্ষার এই রূপ দেখেনি আলিপুরদুয়ার
উল্লেখ্য, বিরল প্রজাতির তক্ষক নিয়ে চোরাচালানের ব্যবসা করে পাচারকারীরা। ঘন বনে জঙ্গলে থাকা এই বন্য সরিসৃপ প্রানী যৌবন বাড়ানোর ওষুধ তৈরিতে ব্যবহার করা হয় বলে অনেকে বলেন। সেই কারণে বন্যপ্রাণীর বাজারে এক একটি তক্ষক ১ লক্ষ থেকে ২ লক্ষ টাকায় বিক্রি হয়। এহেন বন্য সরিসৃপ বাঁচিয়ে নজির গড়লেন আলিপুরদুয়ারের দুই যুবক।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 13, 2025 9:56 PM IST