যৌবন বাড়ানোর ওষুধ তৈরিতে ব্যবহার হয় 'এই' সরীসৃপ! আলিপুরদুয়ারের গ্রাম থেকে উদ্ধার বিরল প্রজাতির প্রাণী

Last Updated:

বিরল প্রজাতির তক্ষক নিয়ে চোরাচালানের ব্যবসা করে পাচারকারীরা। এই বন্য সরিসৃপ প্রানী যৌবন বাড়ানোর ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়।

আলিপুরদুয়ার শহর লাগোয়া গ্রাম থেকে উদ্ধার তক্ষক
আলিপুরদুয়ার শহর লাগোয়া গ্রাম থেকে উদ্ধার তক্ষক
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকারঃ বহুমূল্য তক্ষক উদ্ধার করে নজির গড়লেন দুই যুবক। আলিপুরদুয়ার শহর লাগোয়া চাপরের পার গ্রামে একটি তক্ষক দেখতে পান ওই দুই যুবক। এরপর তাঁরা তক্ষকটিকে ধরে সোজা আলিপুরদুয়ার থানায় জমা দেন। পরে থানা থেকে বন দফতরে খবর দেওয়া হয়।
তক্ষক উদ্ধারের খবর পেয়ে বক্সা টাইগার রিজার্ভের বনকর্মীরা থানায় আসেন। তক্ষকটিকে তাঁরা উদ্ধার করে নিয়ে যান। তক্ষকটিকে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে বন দফতর। ওই দুই যুবকের নাম পরিচয় জানা যায়নি। তবে তাঁদের কাজে খুশি বন দফতর।
আরও পড়ুনঃ একনাগাড়ে বৃষ্টি! বিপদসীমা ছাড়িয়ে কালজানির জল ভাসাচ্ছে ঘরবাড়ি, গত কয়েক বছরে বর্ষার এই রূপ দেখেনি আলিপুরদুয়ার
উল্লেখ্য, বিরল প্রজাতির তক্ষক নিয়ে চোরাচালানের ব্যবসা করে পাচারকারীরা। ঘন বনে জঙ্গলে থাকা এই বন্য সরিসৃপ প্রানী যৌবন বাড়ানোর ওষুধ তৈরিতে ব্যবহার করা হয় বলে অনেকে বলেন। সেই কারণে বন্যপ্রাণীর বাজারে এক একটি তক্ষক ১ লক্ষ থেকে ২ লক্ষ টাকায় বিক্রি হয়। এহেন বন্য সরিসৃপ বাঁচিয়ে নজির গড়লেন আলিপুরদুয়ারের দুই যুবক।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
যৌবন বাড়ানোর ওষুধ তৈরিতে ব্যবহার হয় 'এই' সরীসৃপ! আলিপুরদুয়ারের গ্রাম থেকে উদ্ধার বিরল প্রজাতির প্রাণী
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement