TRENDING:

জঙ্গলের রাস্তায় সাক্ষাৎ 'যমদূতের' দেখা! প্রাণ হাতে নিয়ে ছুট, রাতের অন্ধকারে তারপর যা হল...

Last Updated:

বৃষ্টির রাতে তিতি জঙ্গল দিয়ে যাওয়ার সময়ে বুনো হাতির দলের দেখা। বাইক ফেলে দৌড় দিলেন চালক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাদারিহাট,অনন‍্যা দেঃ ‘রাখে হরি মারে কে’! এই কথাটি সত্যি হল শ্যামল টোটোর জীবনে। বুদ্ধির জোরে সাক্ষাৎ যমদূতের হাত থেকে রেহাই পেলেন তিনি। তবে যমদূতরূপী হাতির দল ভেঙে তছনছ করে দিয়েছে তাঁর মোটরবাইকটি।
advertisement

বৃষ্টির রাতে টোটোপাড়া যাওয়ার জন্য মাদারিহাট থেকে রওনা দিয়েছিলেন শ্যামল। তিতি ও বাঙড়ি নদীর মাঝে রয়েছে তিতির জঙ্গল। সেই পথ ধরেই মোটরবাইক চালিয়ে আপনমনে যাচ্ছিলেন তিনি।  হঠাৎই ‘যমদূতের’ দেখা। লক্ষ্য করলেন, রাস্তায় দাঁড়িয়ে রয়েছে একদল বুনো হাতি। এরপর কী করবেন তিনি বুঝতে না পেরে মোটরবাইকটি ফেলে রেখেই প্রাণ হাতে নিয়ে দৌড় দিতে শুরু করেন।

advertisement

আরও পড়ুনঃ শিক্ষার পথে বাধা পরিবহণ! পড়াশোনা ছাড়তে বাধ‍্য হচ্ছে প্রত্যন্ত এই এলাকার পড়ুয়ারা, দুর্দিন ঘুচবে কীভাবে?

টানা ৮ কিলোমিটার দৌড়ে তারপর থামেন তিনি। ততক্ষণে সড়কে পৌঁছে গিয়েছেন। এক, দু’টি গাড়ি দেখে একটু হাঁফ ছেড়ে বাঁচলেন তিনি। এরপর একটি গাড়িতে চেপে ফের জঙ্গলে ফেরেন। হাতির দলের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে তিনি থামেন। দেখেন তাঁর মোটরবাইকটি নিয়ে রীতিমতো ফুটবল খেলছে হাতির দল।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন লঙ্কাপাড়া রেঞ্জের বন কর্মীরা। বৃষ্টি হলেই হাতির দল বেরিয়ে আসছে জঙ্গল থেকে। করিডরগুলিতে কোনও কোনও সময় এক ঘন্টাও দাঁড়িয়ে থাকে হাতির দল, জানিয়েছে বন কর্মীরা।

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

লঙ্কাপাড়া রেঞ্জ অফিসার আলী রাফসান ফোনে জানিয়েছেন, “শ্যামল টোটো বুদ্ধি দিয়ে কাজ করেছিলেন। ওই স্থানটি হাতির করিডর। সকলকে বলব, সাবধানতা অবলম্বন করতে।”

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
জঙ্গলের রাস্তায় সাক্ষাৎ 'যমদূতের' দেখা! প্রাণ হাতে নিয়ে ছুট, রাতের অন্ধকারে তারপর যা হল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল