তবে এই প্রথম রাজবংশী চলচ্চিত্র উৎসব দেখতে চলেছে আলিপুরদুয়ারবাসী। এই চলচ্চিত্র উৎসবে দেখানো হবে পাঁচটি রাজবংশী চলচ্চিত্র। কোচবিহারের চলচ্চিত্র নির্মাতারা এই পাঁচটি রাজবংশী সিনেমা তৈরি করেছেন। রাজবংশী সমাজের বিভিন্ন দিক সিনেমা গুলির মাধ্যমে তুলে ধরা হয়েছে। শুধু সিনেমা দেখানো নয়, বৈরাতি নৃত্যশিল্পীদের নৃত্য প্রদর্শনী রয়েছে। পাশাপাশি থাকছে আলোচনা।
আরও পড়ুন: হাঁটতে হাঁটতে কখন নদীতে তলিয়ে গেল বুঝতে পারল না কেউ! জলপাইগুড়িতে মর্মান্তিক পরিণতি আড়াই বছরের শিশুর
advertisement
জানা গিয়েছে রাজ্যের বিভিন্ন জেলা ছাড়াও অসম এবং নেপাল থেকে ক্রিটিক্সরা এসেছেন। নেপাল থেকে আসা ২৬ জনের একটি দল রাজবংশী নৃত্য দেখে এক কথায় মুগ্ধ। বহু চর্চিত সিনেমা সোনার পিঞ্জিরা এবং গোয়ালপাড়া হেরিটেজ কালচার অফ দা পিপল এই বছর রাজবংশী চলচ্চিত্র উৎসবে দেখানো হচ্ছে। বিকেল ৪ এবং সন্ধ্যা ৭ টায় দেখানো হবে চলচ্চিত্র।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
চলচ্চিত্র উৎসব কমিটির পক্ষ থেকে সুরেশ রায় জানান, “শুধু ক্রিটিক্সরা নন, নেপাল থেকে চলচ্চিত্র পরিচালকের একটি দল এসেছেন। আন্তর্জাতিক পরিসরে রাজবংশী সমাজ জীবন ইতিহাস এবং সংস্কৃতি নির্ভর চলচ্চিত্র প্রদর্শনী পাশাপাশি তরুণ চলচ্চিত্র নির্মাতাদের জন্য থাকছে বিশেষ আয়োজন। রাজবংশীদের কৃষ্টি এবং সংস্কৃতিকে তুলে ধরা হচ্ছে।”





