Jalpaiguri News: হাঁটতে হাঁটতে কখন নদীতে তলিয়ে গেল বুঝতে পারল না কেউ! জলপাইগুড়িতে মর্মান্তিক পরিণতি আড়াই বছরের শিশুর

Last Updated:

Jalpaiguri News: ধূপগুড়ি মহকুমার নিরঞ্জন পাঠ মধ্যপাড়ায় মর্মান্তিক দুর্ঘটনায় গিলান্ডি নদীতে ডুবে মৃত্যু হল আড়াই বছরের এক শিশুকন্যার। পরিবারের অজান্তে খেলতে খেলতে নদীতে পড়ে যায় সে। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনায় এলাকায় শোক। শিশুটির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পরিবার শোকে ভেঙে পড়েছে। সকালে ঘটনাটি ঘটে শনিবার দিনে।

নদী
নদী
জলপাইগুড়ি, সুরজিৎ দে: মর্মান্তিক দুর্ঘটনায় নদীতে ডুবে মৃত্যু হল আড়াই বছরের এক শিশুকন্যার। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার নিরঞ্জন পাঠ মধ্যপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিশুটির বাবা বিশ্বজিৎ রায় এদিন সকালে কাজে যাওয়ার সময় তার দাদার কাছে শিশুটিকে রেখে যান। শিশুটি হাঁটতে ভালবাসে বলে কোল থেকে নামিয়ে দেন শিশুর জ্যেঠু। ঠিক সেই সময় বাড়ির পাশেই গিলান্ডি নদীর ধারে গরুকে খাবার দিতে যান শিশুটির মা। মায়ের পিছন পিছন ও বাড়ির অন্যান্য শিশুদের সঙ্গে খেলতে খেলতেই নদীর কাছে চলে যায় ওই শিশুকন্যা।
advertisement
advertisement
সবার নজর এড়িয়ে কোনও এক সময় শিশুটি নদীতে পড়ে যায় বলে অনুমান। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে তল্লাশি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে নদীতে শিশুটির পা ভাসতে দেখে আতঙ্ক ছড়ায়। দ্রুত নদী থেকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন মৃত শিশুর পরিবারের সদস্যরা। শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মর্গে পাঠানো হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। মৃত শিশুর বাবা বিশ্বজিৎ রায় বলেন, “ও একটু হাঁটতে ভালবাসে বলেই কোল থেকে নামিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম স্নান করিয়ে ঘরে নিয়ে যাব। বুঝতেই পারিনি কখন নদীর দিকে চলে যাবে। আমাদের চোখের আড়ালেই সব শেষ হয়ে গেল।”
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: হাঁটতে হাঁটতে কখন নদীতে তলিয়ে গেল বুঝতে পারল না কেউ! জলপাইগুড়িতে মর্মান্তিক পরিণতি আড়াই বছরের শিশুর
Next Article
advertisement
Lionel Messi and Shahrukh Khan: কলকাতায় ‘মেসি ম্যানিয়া’ ! এলএম১০-এর সঙ্গে দেখা শাহরুখ খানের, দু’জনের মধ্যে কী কথা হল?
কলকাতায় ‘মেসি ম্যানিয়া’ ! এলএম১০-এর সঙ্গে দেখা শাহরুখ খানের, দু’জনের মধ্যে কী কথা হল?
  • কলকাতায় ‘মেসি ম্যানিয়া’ !

  • মেসির সঙ্গে দেখা শাহরুখ খানের

  • দু’জনের মধ্যে কী কথা হল?

VIEW MORE
advertisement
advertisement