জানা যায়, এদিন সকালে একটি ছোট গাড়িতে করে তিনজন হাসিমারা থেকে আলিপুরদুয়ারের দিকে যাচ্ছিলেন। গরমবস্তি এলাকায় পৌঁছতেই ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমতে থাকে। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে ছোট গাড়িটির। সংঘর্ষের তীব্রতায় ছোট গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে পড়ে।
advertisement
স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ছোট গাড়ির ভিতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করার চেষ্টা করেন। গুরুতর আহত অবস্থায় তিনজনকেই দ্রুত আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নিমতি আউটপোস্টের পুলিশ। ইতিমধ্যেই ব্যারিকেড দিয়ে দুর্ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, ডুয়ার্স জুড়ে কয়েকদিন ধরেই ঘন কুয়াশা ও শীতের দাপটে দৃশ্যমানতা কমে যাচ্ছে। সকাল ১০টা অবধি ঘন কুয়াশার কারণে কিছু দেখা যায় না। এই ভয়াবহ দুর্ঘটনা দেখে ভীত গাড়ির চালকরা। দৃশ্যমানতা এত কম হলে একের পর এক দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।






