হাসিমারা হাইস্কুলের ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে তিনদিনের অনুষ্ঠান আয়োজিত করা হয়েছে। অনুষ্ঠানে পুনর্মিলন উৎসবও রয়েছে। ছেড়ে আসা স্কুল, ফেলে আসা স্মৃতি ও পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে আরও একবার বিদ্যালয়মুখী হচ্ছেন প্রাক্তনীরা। কর্মসূত্রে কেউ থাকেন শিলিগুড়ি, কেউ কলকাতা, আবার কেউ ভিন রাজ্যে। কিন্তু স্কুলজীবনের সেই স্মৃতি ফিরে পাওয়ার জন্য একটু সময় বের করে তাঁরা সকলেই এসেছেন।
advertisement
আরও পড়ুন: মডেলিংয়ে কেরিয়ার গড়ার বিরাট সুযোগ, অপেক্ষা করছে অঢেল আয়! স্বপ্নপূরণের ঠিকানা এবার পুরুলিয়া
বিদ্যালয়ের প্লাটিনাম জুবলি উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিদ্যালয় প্রাক্তনীরা ভিড় জমাচ্ছেন পুরনো ক্লাস রুমে। বিদ্যালয়ে সব পরিবর্তন হয়ে গেলেও পঞ্চম শ্রেণী এবং নবম শ্রেণী কক্ষ এখনও এক রয়ে গিয়েছে। বিদ্যালয়ের নতুন ভবনের পেছনে এই ক্লাসরুম থাকলেও, এই স্থানের প্রতি অমোঘ টান রয়েছে প্রাক্তনীদের।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাই সবাই এসে এই পুরনো ক্লাস রুমে ভিড় জমাচ্ছেন। প্রাক্তন ছাত্র ফিরোজ খান, আনন্দ চন্দ, মিঠুন সাহা, সঞ্জয় সাহা বিদ্যালয় যখন ছেড়েছিলেন, তখন দশম শ্রেণী পর্যন্ত ছিল এই বিদ্যালয়। এখন উচ্চমাধ্যমিকে স্তরের পড়াশোনা হয় এখানে। প্রাক্তনী আনন্দ চন্দ জানান, “সব পরিবর্তন হয়ে গিয়েছে। কিন্তু আমাদের সময়ের পঞ্চম শ্রেণীর কক্ষ ও সেই ঘণ্টা এখনও রয়ে গিয়েছে। পুরনো দিনের কথা খুব মনে পড়ছে।”





