TRENDING:

Alipurduar News: ঝোপের আড়ালে ওটা কী? টর্চ মারতেই কেঁপে উঠলেন জলদাপাড়ার বনকর্মীরা

Last Updated:

রাতে জাতীয় উদ‍্যানে অন‍্যান‍্য দিনের মতোই টহল দিচ্ছিলেন বনকর্মীরা। হঠাৎ করেই মাথায় আকাশ ভেঙে পড়ল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: টহল দিচ্ছিলেন বনকর্মীরা! আচমকাই কেঁপে উঠলেন। ওটা কী?  চাঞ্চল্য জলদাপাড়া এলাকায়। জানা যায়, রাতে জাতীয় উদ‍্যানে অন‍্যান‍্য দিনের মতোই টহল দিচ্ছিলেন বনকর্মীরা। হঠাৎ করেই মাথায় আকাশ ভেঙে পড়ল। ঝোপের আড়ালে পড়ে রয়েছে এক গণ্ডারের মৃতদেহ, বয়স আনুমানিক দু'বছর।
advertisement

হলং বিটের তিন নম্বর কম্পার্টমেন্টে দেখা যায় এই গণ্ডারের দেহ। বনকর্মীরা উচ্চপদস্থ আধিকারিকদের জানান। খবর ছড়িয়ে পড়তে বন দফতরের প্রতিটি কর্মী এলাকায় চলে আসে। গণ্ডারের দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে।

ময়নাতদন্তের পর জানা যায় গণ্ডারটি অসুস্থ ছিল। জন্মের পর থেকেই অপুষ্টিতে ভুগছিল। কোনও চোরাশিকারির হাতে খুন হয়নি গণ্ডারটি, সেই রিপোর্ট দেখার পর স্বস্তির নিশ্বাস ফেলেছেন বনকর্মীরা। চোরাশিকারিদের উপদ্রব প্রতিহত করতে টহলদারি বাড়িয়েছে বন দফতর।গণ্ডারের দেহ পড়ে থাকতে দেখে আতঙ্কে ছিলেন সকলেই। এর আগে বেশিরভাগ সময় দেখা যেত চোরাশিকারিদের হাতে মৃত্যু হয়েছে গণ্ডারের। খর্গ চুরি করার জন্য হত্যা করা হত গণ্ডারগুলিকে।গণ্ডারের পাশাপাশি জঙ্গলের বন্যপ্রাণী রক্ষায় অগ্রণী ভূমিকা নেয় বনদফতর।বাড়ানো হয় টহলের সময়।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: ঝোপের আড়ালে ওটা কী? টর্চ মারতেই কেঁপে উঠলেন জলদাপাড়ার বনকর্মীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল