মাদারিহাটের গোপালপুর এলাকায় সবে ঘুম ভেঙেছিল বাসিন্দাদের। তারা বাইরে বেরিয়ে দেখেন প্রকান্ড এক দাঁতাল হাতি ছোটাছুটি করছে এলাকায়। এলাকার দুটি সারমেয় তাকে দেখে অদ্ভুত ডাক ডাকলেও তাতে কোনও কর্ণপাত করেনি হাতিটি। বরং সারমেয়গুলির দিকেও ধেয়ে আসে হাতিটি। এই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন এলাকার বাসিন্দারা। বর্তমানে এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: তিরুপতি যেতে হবে না আর, বাংলাতেই মিলছে দর্শন! তমলুকে বালাজি পুজোয় তিরুমালার পুরোহিতরা
advertisement
এলাকাবাসীদের মতে নতুন বছরের প্রথম দিনে হাতের উপদ্রব শুরু হল, এবারে বছরের প্রতিদিন বুনো হাতির আনাগোনা দেখতে হবে। হাতিটির কারণে এলাকার কোনও বাসিন্দা বাইরে বেরিয়ে কাজ করতে পারছেন না। এলাকার সুপরি ও কলা গাছ ভেঙে খাচ্ছে হাতিটি। যদিও এলাকাবাসীদের ঘরে এখনও হামলা চালায়নি হাতিটি। এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে খবর দেওয়া হয়েছে জলদাপাড়া বন বিভাগে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এলাকাবাসীদের মতে গতকাল বুধবার বিকেলে এলাকায় একটি হাতির দল দেখা গিয়েছিল। এই হাতিটি ওই দল ছাড়া হয়েছে বলে তাঁদের অনুমান। বুধবার রাতে এলাকায় বর্ষবরণের পিকনিক হয়েছিল। তখন বাজি পোড়ানো হয়েছিল। বাজির আওয়াজে তখন এলাকায় আসেনি হাতিটি। ভোর হতেই চলে এসেছে। এই এলাকায় একটি চা বাগান রয়েছে। হাতির কারণে চা বাগানের কাজও থেমে রয়েছে।





