Tirupati Balaji: তিরুপতি যেতে হবে না আর, বাংলাতেই মিলছে দর্শন! তমলুকে বালাজি পুজোয় তিরুমালার পুরোহিতরা
- Reported by:Saikat Shee
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
East Medinipur Tirupati Balaji: দক্ষিণ ভারতের তিরুমালা তিরুপতি মন্দির উঠে এল পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে। বালাজির পুজোয় বিশাল আয়োজন।
তমলুক, সৈকত শী: দক্ষিণ ভারত চিত্তুর জেলার তিরুপতি মন্দির উঠে এল পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে। তমলুক শহরে ভেঙ্কেটেশ্বর ওরফে শ্রী বালাজি পুজোর আয়োজন করা হয়েছে। তমলুক শহরের ১৮ নম্বর ওয়ার্ডের একটি ক্লাব এই পুজোর আয়োজন করেছে। আর সেখানেই তিরুপতি মন্দিরের সদৃশ্য মণ্ডপ তৈরি করা হয়েছে। এমনকি দক্ষিণ ভারতের তিরুপতি বা বালাজি মন্দিরের পুরোহিত এবং বাদ্যকার নিয়ে এসে তমলুক শহরে দক্ষিণ ভারতের বিখ্যাত দেবতার আরাধনা চলছে। তমলুকে কালীপুজো, দুর্গাপুজার পাশাপাশি শেষ কয়েক বছর ধরে হয়ে আসছে এই পুজো।
বিশ্বের সবথেকে বিত্তমান দেবতা তিরুপতি মন্দিরের শ্রী বেঙ্কটেশ্বর ওরফে শ্রী বালাজি। এবার দক্ষিণের এই দেবতার পুজোতে মেতে উঠেছে তমলুকবাসী। শহরের তাম্রলিপ্ত টাউন ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয় এই পুজোর। তাদের এই পুজো এবছর ৭ বছরে পদার্পণ করল। এই পুজোর পুরোহিত স্থানীয় কোন ব্রাহ্মণ নয়, অন্ধ্রপ্রদেশ থেকে আগত পুরোহিত তাঁর নিজস্ব ভাষায় মন্ত্র উচ্চারনের মধ্য দিয়ে শুরু করেন পুজোর কাজ। এছাড়াও পুজোর বাদ্যির জন্যও সুদূর দক্ষিণ থেকে এসেছেন সংগীতশিল্পীরা। দক্ষিণের মন্ত্র উচ্চারণে ও দক্ষিণ ভারতের সুরে মুখরিত তমলুক। যেন তমলুকেই ফুটে উঠেছে এক টুকরো দক্ষিণ ভারত।
advertisement
আরও পড়ুন: বিচ ফেস্টিভ্যাল থেকে আতশবাজি, জগন্নাথ মন্দিরে বিশেষ আয়োজন! বর্ষ বিদায়-বরণ ঘিরে জমাটি আয়োজন দিঘায়
advertisement
বালাজি পুজোর অন্যতম উদ্যোক্তা তথা তাম্রলিপ্ত পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কানাইলাল দাস জানিয়েছেন, ” দক্ষিণ ভারতের অন্যতম প্রধান দেবতা তিরুপতি শ্রী বালাজি। তমলুক শহর তথা জেলায় অনেক পুজো হয়। তিরুপতি শ্রী বালাজির পুজো কোথাও হয় না। এই পুজো উপলক্ষে শহরবাসী ভিড় করেন পুজো মণ্ডপে। দক্ষিণ ভারত থেকে এসেছেন পুরোহিতরা। তাঁদের মন্ত্র উচ্চারণ ও দক্ষিণ ভারতের বাদ্যের সুরে ভেসে ওঠে তমলুকের আকাশ বাতাস।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাম্রলিপ্ত ডাউন ক্লাবের বালাজি দেবতার পুজো দেখতে মণ্ডপে ভিড় জমান তমলুকবাসী। ভিন রাজ্যের মন্ত্র উচ্চারণের মাধ্যমে এই পুজো দেখতে পেয়ে খুশি তমলুকবাসীরা। এই পুজো উপলক্ষে তমলুক শহর জুড়ে একটি বর্ণনাট্য শোভাযাত্রার আয়োজন করা হয় ক্লাবের পক্ষ থেকে। তমলুকের এই বালাজিপুজো উপলক্ষে তাম্রলিপ্ত টাউন ক্লাবের চার দিন ধরে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রসঙ্গত তমলুক শহরে অন্যান্য দেবদেবীর পাশাপাশি মহাধুমধাম এর সহিত বালাজি পুজোয় মেতে উঠেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
Jan 01, 2026 1:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tirupati Balaji: তিরুপতি যেতে হবে না আর, বাংলাতেই মিলছে দর্শন! তমলুকে বালাজি পুজোয় তিরুমালার পুরোহিতরা









