TRENDING:

সেতুর একপাশ ধসে গিয়েছে, অন্যপাশ দিয়ে বিপজ্জনক যাতায়াত! ঝুঁকির মুখে উত্তরবঙ্গের পর্যটকেরা, বড় আপডেট দিলেন সাংসদ

Last Updated:

Alipurduar News: গ্যারগেন্ডা সেতুর উত্তর দিকের অ্যাপ্রোচ রোড ধসে গিয়েছিল। সঙ্গে প্রবল জলোচ্ছ্বাসের কারণে সেতুর মাঝের একটি পিলারও বসে গিয়েছিল। প্রায় তিন মাস কেটে গেলেও মেরামতির কাজ শুরু হয়নি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরপাড়া, অনন্যা দে: দিন প্রতিদিন অস্বস্তি বাড়িয়ে চলেছে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগকারী গ্যারগেন্ডা সেতু। বর্তমানে সেতুর এক পাশ দিয়ে কোনও রকমে চলে যোগাযোগ। যানজট নিত্যদিনের সঙ্গী এই সেতুতে।
advertisement

গত ৩১ মে গভীর রাতে হড়পাবানের জেরে আলিপুরদুয়ারের  বীরপাড়ার কাছে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের গ্যারগেন্ডা সেতুর উত্তর দিকের অ্যাপ্রোচ রোড ধসে গিয়েছিল। সঙ্গে প্রবল জলোচ্ছ্বাসের কারণে সেতুর মাঝের একটি পিলারও বসে গিয়েছিল। কিন্তু ওই ঘটনার পর প্রায় তিন মাস কেটে গেলেও আজও ক্ষতিগ্রস্ত সেতু ও সেতুর অ্যাপ্রোচ রোড মেরামতের কাজ শুরু করা হয়নি বলে অভিযোগ। যার জন্য সেতুটির একটি লেন ব্যবহার করেই চলছে যানবাহন চলাচল।

advertisement

আরও পড়ুনঃ পুজোর মুখে বিরাট মিউজিক কনসার্টের আয়োজন! মঞ্চ কাঁপাবেন কারা? অনির্বাণের ‘হুলিগানিজম’ কি থাকছে? শুরু টিকিট বুকিং

ফলে প্রতিদিন যানজটে নাকাল হতে হচ্ছে যাতায়াতকারীদের। উত্তর-পূর্বাঞ্চলে যোগাযোগের প্রবেশদ্বার বলা হয়  ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েকে। কারণ হাসিমারার কাছে ওই সড়ক যুক্ত হয়েছে অসমগামী ৩১সি জাতীয় সড়কের সঙ্গে। ফলে দেশের অন্যতম লাইফ লাইনে ক্ষতিগ্রস্ত এই সেতু মেরামত না হওয়ায় স্বাভাবিকভাবেই নিত্যযাত্রী, পরিবহণ কর্মী থেকে স্থানীয় বাসিন্দা ও পুলিশ প্রশাসনও ক্ষুব্ধ।

advertisement

আরও পড়ুনঃ স্কুলে নেই কোনও শিক্ষক! দশম শ্রেণির পড়ুয়া নিচ্ছে ক্লাস! ‘অন্ধকারে’ ছেলে-মেয়েদের ভবিষ্যৎ, কেন এমন দশা? জানুন

ক্ষতিগ্রস্ত হওয়ার পর ওই সেতু দিয়ে ভারী যান চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা পুলিশ। ভারি যানবাহনগুলিকে মাদারিহাট ও বীরপাড়া থেকে ২৪ কিলোমিটার ঘুরপথে ফালাকাটা দিয়ে চালানো হচ্ছে। ছোট গাড়িগুলিকে এশিয়ান হাইওয়ে সড়কের এক লেন দিয়ে সেতু পার করানো হচ্ছে। এতে ওই সেতুতে প্রতিদিন তীব্র যানজট বাড়ছে। আর দিনে রাতে ২৪ ঘন্টা সেই যানজট সামাল দিতে নাজেহাল হতে হচ্ছে বীরপাড়ার থানার পুলিশকে। ক্ষতিগ্রস্ত সেতুর কারণে জয়গাঁ ও ভুটানে ব্যবসায় ক্ষতি হচ্ছে বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, ‘ক্ষতিগ্রস্থ গ্যারগেন্ডা সেতু দ্রুত মেরামতের জন্য এশিয়ান হাইওয়ে সড়ক কর্তৃপক্ষকে জেলা পুলিশের তরফে অনুরোধ করা হয়েছে’। যদিও ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রমেন মণ্ডল ফোনে বলেন, ‘ক্ষতিগ্রস্ত সেতুটি মেরামতের জন্য টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। এক সপ্তাহের মধ্যে মেরামতের কাজ শুরু করা হবে’।

advertisement

সাংসদ মনোজ টিগ্গা জানান, “কাজটি যাতে দ্রুত শুরু হয়, তা দেখা হবে।”

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
সেতুর একপাশ ধসে গিয়েছে, অন্যপাশ দিয়ে বিপজ্জনক যাতায়াত! ঝুঁকির মুখে উত্তরবঙ্গের পর্যটকেরা, বড় আপডেট দিলেন সাংসদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল