স্কুলে নেই কোনও শিক্ষক! দশম শ্রেণির পড়ুয়া নিচ্ছে ক্লাস! 'অন্ধকারে' ছেলে-মেয়েদের ভবিষ্যৎ, কেন এমন দশা? জানুন

Last Updated:

Tribal School: স্কুলের দিদিমণি উমারানী জানা নিজের বেতন থেকে বেতন দিয়ে রেখেছেন শিক্ষক। সেই শিক্ষক নিজে দশম শ্রেণির একজন পড়ুয়া। সেই পড়ুয়াই স্কুলটি চালনা করছে।

ডেবরার আদিবাসী অধ্যুষিত স্কুলে নেই কোন শিক্ষক
ডেবরার আদিবাসী অধ্যুষিত স্কুলে নেই কোন শিক্ষক
ডেবরা, পশ্চিম মেদিনীপুর, দিগ্বিজয় মাহালি: আদিবাসী অধ্যুষিত স্কুলে শিক্ষকের অভাব। নেই পড়ুয়াও। যে দিদিমণি আছেন তিনিও সময় দিতে পারেন না। তার সময় আর মাত্র তিন মাস। গ্রামের যুবককে নিয়ে চলছে স্কুল। ডেবরার আসানপুর বিদ্যাসাগর এসএসকে স্কুলের ভবিষ্যত নিয়ে উঠছে প্রশ্ন!
পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ১ নং ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের আসানপুর বিদ্যাসাগর এসএসকে স্কুলে পঠন-পাঠন নিয়ে এবং স্কুলের ভবিষ্যৎ নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন এলাকাবাসী। গ্রামবাসীর অভিযোগ স্কুলের দিদিমনি ঠিক মতো পড়াশোনা করান না। ঠিক মতো স্কুলে আসেন না। অফিসিয়াল মিটিং এবং বিভিন্ন কাজে বাইরেই থাকেন।
আরও পড়ুনঃ অফিস যাওয়ার পথে নিউটাউনের ব্যস্ত রাস্তায় মর্মান্তিক দুর্ঘটনা! দ্রুত গতির বাসের ধাক্কায় পিষে গেলেন মহিলা আইটি কর্মী
বর্তমানে স্কুলটি চালানোর জন্য দিদিমণি উমারানী জানা নিজের বেতন থেকে বেতন দিয়ে রেখেছেন শিক্ষক। সেই শিক্ষক নিজে দশম শ্রেণির একজন পড়ুয়া। সেই পড়ুয়াই স্কুলটি চালনা করছে। স্কুলে পঠন-পাঠানোর জন্য নেই পর্যাপ্ত পরিমাণের লাইটের ব্যবস্থাও। বর্তমানে স্কুলে হাজিরার সংখ্যা ১০ থেকে ১৫ জন। যেই দিদিমনি আছেন তিনিও আর ৩ মাস কাজ করবেন। তারপর অবসর। তাহলে স্কুলের কী হবে? সেই প্রশ্নই তুলছে এলাকাবাসী।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দশের নয়, দেশের গর্ব! ১৪ বছরের চাকরি জীবনের সঞ্চয় দিয়ে সমাজসেবা, নিজের সর্বস্ব দু’হাত ভরে বিলিয়ে দিচ্ছেন ‘মানবিক শিক্ষক’
ওই একটি মাত্র দিদিমণি চলে গেলে কী হবে স্কুলের ভবিষ্যৎ। আদিবাসী অধ্যুষিত এলাকার এই স্কুল কী তাহলে বন্ধের পথে? যদিও এই বিষয়ে দফতরের কেউ মুখ খুলতে চাইছেন না। তবে সূত্রের খবর, ২০১৩ সাল থেকে এই ধরনের স্কুলগুলির ক্ষেত্রে নিয়োগে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। সেই থেকেই এই স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ বন্ধ রয়েছে। স্কুলের ভবিষ্যত নিয়ে উঠছে প্রশ্ন!
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্কুলে নেই কোনও শিক্ষক! দশম শ্রেণির পড়ুয়া নিচ্ছে ক্লাস! 'অন্ধকারে' ছেলে-মেয়েদের ভবিষ্যৎ, কেন এমন দশা? জানুন
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement