আলিপুরদুয়ার শহরের কাছে বনচুকামারির সাতকোদালি গ্রামের এক বাসিন্দা দীর্ঘদিন ধরে অণ্ডকোষের সমস্যা নিয়ে ভুগছিলেন। তিনি অণ্ডকোষে টিউমার নিয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকেরা পরীক্ষার পর তাঁর অণ্ডকোষে ক্যান্সারের প্রাদুর্ভাব দেখতে পান। এরপর রোগীর অনুমতি নিয়ে অস্ত্রোপচার করেন ডাঃ পবিত্র রায়।
advertisement
ওই ব্যক্তির শরীরে কৃত্রিম সিলিকনের অণ্ডকোষ লাগানো হয়। এটি যথেষ্ট ব্যয়বহুল সার্জারি। বাইরে এই অস্ত্রোপচার করতে ৭০-৮০ হাজার টাকা খরচ হত। সেখানে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে বিনামূল্যে এই অপারেশন করা হয়েছে। গত ১৫ নভেম্বর ভর্তির পর ওই ব্যক্তির অস্ত্রোপচার করা হয়। রোগী এখন সুস্থ আছেন। তাঁকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হচ্ছে। এই ঘটনায় অভিভূত তাঁর পরিবার।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আলিপুরদুয়ার জেলা হাসপাতালের চিকিৎসকদের ভূমিকার প্রশংসা করেছেন রোগীর পরিবার। ছোট পরিকাঠামো নিয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল এই ধরনের জটিল অপারেশন করে যথেষ্ট সাড়া ফেলে দিয়েছে। এই সাফল্যে খুশি চিকিৎসক মহলও।





