TRENDING:

Alipurduar News: বন্যার হাত থেকে রক্ষা করতে হবে জয়গাঁকে! অভিনব উদ‍্যোগ

Last Updated:

Alipurduar News: জয়গাঁ এলাকাটিকে বন্যার থেকে রক্ষা করা উদ্দেশ্য। পাশাপাশি সবুজায়নের লক্ষ্যে ২০০ গাছ রোপণ করা হয়েছে জয়গাঁ উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার:  জয়গাঁ এলাকাটিকে বন্যার থেকে রক্ষা করা উদ্দেশ্য। পাশাপাশি সবুজায়নের লক্ষ্যে ২০০ গাছ রোপণ করা হয়েছে জয়গাঁ উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে।
advertisement

জয়গাঁ এলাকার বন্যা পরিস্থিতির বিষয় কারো অজানা নয়। জয়গাঁ এক গ্রাম পঞ্চায়েত এলাকা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয় ভারি মাত্রায় বৃষ্টি হলে। বন্যাপ্রবণ এলাকা জয়গাঁকে রক্ষা করার এটি অন্যতম উদ্যোগ বলে জানালেন জয়গাঁ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা। পাশাপাশি জয়গাঁর প্রতিটি বাসিন্দাকে একটি করে গাছ রোপণ করার অনুরোধ জানিয়েছেন তিনি।

advertisement

প্রতিবছর জয়গাঁ উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে বৃক্ষরোপণ উৎসবের আয়োজন করা হয়ে থাকে। গতবারও দুশোটির মত বৃক্ষরোপণ করা হয়েছিল। তারমধ্যে ৫০ টি গাছ বেঁচেছে। এবারে যাতে ২০০ টি গাছকে বাঁচানো সম্ভব হয় তার জন্য জয়গাঁর সমাজসেবী সংস্থাগুলিকে ডাকা হয় জেডিএ-র পক্ষ থেকে।

আরও পড়ুন: আশার আলো হ্যামিল্টনগঞ্জে! বন‍্যা পরিস্থিতির হাত থেকে মিলবে রেহাই! পরিদর্শনে আধিকারিকরা

advertisement

View More

প্রতিটি সমাজসেবী সংস্থা এই গাছগুলিকে দত্তক নিয়েছে বলে জানা যায়। বৃক্ষরোপণ উপলক্ষে অনুষ্ঠান করা হয়। ভুলন চৌপথী এলাকাতে এবার গাছ লাগানো হয়। গাছগুলি রক্ষা করার জন্য চারদিক স্টিলের তার দিয়ে ঘেরা হয়েছে। এছাড়াও গাছের চারদিকে পিলার লাগানো হয়েছে। ২০০ টি গাছের মধ্যে রয়েছে অশ্বত্থ, কালো জাম, নিম ও বটের মত বৃক্ষ জাতীয় গাছ। আলিপুরদুয়ারের ভুলন চৌপথীর এই এলাকা বন্যাপ্রবণ। গাছ রোপণ করে মাটি শক্ত রাখার প্রয়াস চালানো হচ্ছে। সকলেই এই অনুষ্ঠানের পর গাছ লাগান।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

জেডিএ চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা জানান, “জয়গাঁ সবুজায়নের ওপর আমরা জোর আগের থেকেই দিয়ে আসছি। জয়গাঁ সবুজ থাকুক তার জন্য গাছ রোপণ করা হচ্ছে। গাছগুলি যাতে বেঁচে থাকে তার জন্য সমাজসেবী সংস্থাগুলির সহায়তা চেয়েছি।”

advertisement

Annanya Dey

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: বন্যার হাত থেকে রক্ষা করতে হবে জয়গাঁকে! অভিনব উদ‍্যোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল