TRENDING:

Elephant Attack : এসেই তুলে আছাড়, হাতির হানায় ফের প্রাণ গেল মহিলার! লাগাতার বাড়ছে আক্রমণ, আলিপুরদুয়ারে লাগামছাড়া আতঙ্ক

Last Updated:

Elephant Attack : ক্রমাগত হাতির হানা ঘটছে আলিপুরদুয়ার জেলার জঙ্গল সংলগ্ন এলাকাগুলিতে। ফের গেল প্রাণ, আহত আরও ১।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার, অনন্যা দে: ক্রমাগত হাতির হানা ঘটছে আলিপুরদুয়ার জেলার জঙ্গল সংলগ্ন এলাকাগুলিতে।ফের একবার গেল প্রাণ। হাতির আক্রমণে প্রাণ হারালেন রামঝোরা এলাকার এক মহিলা। জখম হওয়ার ঘটনা সামনে এসেছে কালচিনিতে। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকে রামঝোরা চা বাগানে সোমবার রাতে হাতির হানায় মৃত্যু হয়েছে এক মহিলার।
বুনো হাতি 
বুনো হাতি 
advertisement

এই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে বনদফতরের কর্মীরা ও বীরপাড়ার থানার পুলিশ পৌছে মৃতদেহ উদ্ধার করে। জানা গিয়েছে, সোমবার রাতে এলাকায় হাতি প্রবেশ করেছে জানতে পেয়ে সবাই ঘর থেকে বেরিয়ে আসেন। সেসময় বোলো ঝা নামের ওই মহিলাও ঘর থেকে বের হন। আচমকা হাতি চলে আসে তাঁর ঘরের সামনে। বোলো ঝাকে আছাড় দেয় হাতিটি। এই ঘটনায় ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।

advertisement

আরও পড়ুন : বছর শেষে সুপার গিফট! কান্দি হাসপাতালে চালু হচ্ছে ই-প্রেসক্রিপশন, ওষুধের নাম বুঝবেন মুহূর্তে

অন্যদিকে হাতির হানায় আহত কালচিনি ব্লকের দক্ষিণ লতাবাড়ির এক যুবক। এ নিয়ে গত এক সপ্তাহে এই এলাকার দুজন হাতির হানায় জখম হলেন। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার ভোরে জঙ্গল থেকে লোকালয়ে হানা দেয় হাতি। সে সময় ধানের জমিতে ছিলেন এলাকার এক বাসিন্দা যোগী খারিয়া। আচমকা হাতি এসে তার ওপর হামলা করে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
নদী-সমুদ্রে দিন দিন মাছের জোগান কমছে! জীবিকার সংকটে ক্ষুদ্র মৎস্যজীবীরা
আরও দেখুন

এই ঘটনায় গুরুতর জখম যোগীকে বনকর্মীরা লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। যদিও পরে সেখান থেকে তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে দক্ষিণ লতাবাড়ি এলাকায় এই ধরণের ঘটনা প্ৰথম নয়। গত সপ্তাহেও হাতির হামলায় গুরুতর জখম হন এলাকার যৌথ বনসুরক্ষা কমিটির সদস্য। এরপর ফের এমন ঘটনায় আতঙ্কিত এবং ক্ষুব্ধ স্থানীয় মানুষজন।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Elephant Attack : এসেই তুলে আছাড়, হাতির হানায় ফের প্রাণ গেল মহিলার! লাগাতার বাড়ছে আক্রমণ, আলিপুরদুয়ারে লাগামছাড়া আতঙ্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল