এই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে বনদফতরের কর্মীরা ও বীরপাড়ার থানার পুলিশ পৌছে মৃতদেহ উদ্ধার করে। জানা গিয়েছে, সোমবার রাতে এলাকায় হাতি প্রবেশ করেছে জানতে পেয়ে সবাই ঘর থেকে বেরিয়ে আসেন। সেসময় বোলো ঝা নামের ওই মহিলাও ঘর থেকে বের হন। আচমকা হাতি চলে আসে তাঁর ঘরের সামনে। বোলো ঝাকে আছাড় দেয় হাতিটি। এই ঘটনায় ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
advertisement
আরও পড়ুন : বছর শেষে সুপার গিফট! কান্দি হাসপাতালে চালু হচ্ছে ই-প্রেসক্রিপশন, ওষুধের নাম বুঝবেন মুহূর্তে
অন্যদিকে হাতির হানায় আহত কালচিনি ব্লকের দক্ষিণ লতাবাড়ির এক যুবক। এ নিয়ে গত এক সপ্তাহে এই এলাকার দুজন হাতির হানায় জখম হলেন। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার ভোরে জঙ্গল থেকে লোকালয়ে হানা দেয় হাতি। সে সময় ধানের জমিতে ছিলেন এলাকার এক বাসিন্দা যোগী খারিয়া। আচমকা হাতি এসে তার ওপর হামলা করে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনায় গুরুতর জখম যোগীকে বনকর্মীরা লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। যদিও পরে সেখান থেকে তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে দক্ষিণ লতাবাড়ি এলাকায় এই ধরণের ঘটনা প্ৰথম নয়। গত সপ্তাহেও হাতির হামলায় গুরুতর জখম হন এলাকার যৌথ বনসুরক্ষা কমিটির সদস্য। এরপর ফের এমন ঘটনায় আতঙ্কিত এবং ক্ষুব্ধ স্থানীয় মানুষজন।






