মালিকপক্ষ প্রি লক আউট নোটিশ দিয়ে বাগান ছেড়ে চলে গিয়েছে। সমস্যায় পড়ল বাগানে কর্মরত ৬৩৬ জন চা শ্রমিক। আজ বেতন প্রদানের কথা ছিল বাগান কতৃপক্ষ-এর। বেতন প্রদান না করে বাগান বন্ধ করে চলে গিয়েছে তারা।
আরও পড়ুন: পথ ভুলে কেন বারবার হাতি ঢুকছে লোকালয়ে! এবার সামনে এল যা তথ্য, চিন্তা বাড়বে আপনারও
advertisement
শ্রমিকরা জানান, বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের কোন সুযোগ সুবিধা প্রদান করত না, দিত শুধুমাত্র বেতন। আর সেই বেতন না দিয়ে আচমকা বাগান বন্ধ করে চলে গিয়েছে। এদিন বাগানে আসেন আলিপুরদুয়ার সাংসদ মনোজ টিগ্গা। সাংসদ শ্রমিকদের সঙ্গে কথা বলেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সাংসদ জানান, “একের পর চা বাগান বন্ধ হচ্ছে আর এই বন্ধ চা বাগান নিয়ে বিজেপির শ্রমিক সংগঠন বিটিডাব্লইউ-র পক্ষ বৃহত্তর আন্দোলন সংগঠিত হবে।”
জানা গিয়েছে, বাগানের সমস্যা নিয়ে শ্রম দফতর বৈঠক ডেকেছিল, কিন্তু বৈঠকের আগেই মালিকপক্ষ বাগান বন্ধ করে চলে গেল।
Annanya Dey