আলিপুরদুয়ার জেলা সদর থেকে ২০ কিমি দূরে ডুয়ার্সের একটি অন্যতম পর্যটন কেন্দ্র চিলাপাতা। হাসিমারা থেকে গেলে ১০০ টাকার মধ্যে ঘুরে নিতে পারবেন চিলাপাতা। ডুয়ার্সের অন্যতম বড় বনাঞ্চল এই চিলাপাতা ফরেস্ট। দীর্ঘ তার পরিসর। তোর্সা নদীর পাড়ে রয়েছে এই চিলাপাতা ফরেস্ট।এ ছাড়াও অনেক ছোট বড় নদী রয়েছে। চিলাপাতার গহীন জঙ্গলের সবটা একদিনে দেখে শেষ করা যায় না। এতটাই বড় এই জঙ্গল। গাইডরাও সব জায়গা ঘুরিয়ে শেষ করতে পারে না। পর্যটকদের সংখ্যাও এখানে অনেকটা কম।
advertisement
আরও পড়ুনঃ IND vs AUS: বারবার একই ভুল! আর কবে নিজেকে শোধরাবেন বিরাট কোহলি?
চিলাপাতার জঙ্গলের একটা বড় ইতিহাস রয়েছে। এই জঙ্গলকে বলা হয়ে থাকে কোচ রাজাদের মৃগয়াক্ষেত্র।এখানে তাঁরা শিকার করতে আসতেন। কোচরাজার সেনাপতি ছিলেন চিল্লা। তিনি চিলের মতো ছোঁ মেরে শত্রু নিধন করতে পারতেন। তাঁর নামেই এই অরণ্যের নাম রাখা হয়েছিল চিলাপাতা। রেঞ্জ অফিস থেকে পারমিট করিয়ে তবে এই জঙ্গলে প্রবেশ করা যায়। চিলাপাতা রেঞ্জের তরফে জানা গিয়েছে, বর্তমানে পর্যটনের মরশুম চিলাপাতায়। আগামী জানুয়ারি মাস পর্যন্ত সাফারিতে ভিড় থাকবে বলে আশাবাদী তারা।
Annanya Dey