TRENDING:

বক্সার ভাইরাল গাইড, টগর পাতায় তোলেন গানের কলি! পাতার বাঁশির সুর শুনে ধন্য ধন্য করেন পর্যটকরা

Last Updated:

পেশায় একজন গাইড, কিন্তু নেশা বাঁশি বাজানোর। বক্সা পাহাড়ের আঁকাবাঁকা পথ চলতে চলতে গাছের পাতা তুলে বাঁশি বাজান জেমস ভুটিয়া। বক্সা জঙ্গলের অন্যতম আকর্ষণ তাঁর বাঁশির সুর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালচিনি, অনন্যা দে: পেশায় একজন গাইড, কিন্তু নেশা বাঁশি বাজানোর। বক্সা পাহাড়ের আঁকাবাঁকা পথ চলতে চলতে গাছের পাতা তুলে বাঁশি বাজান জেমস ভুটিয়া। বক্সা জঙ্গলের অন্যতম আকর্ষণ তাঁর বাঁশির সুর।
advertisement

বাঁশের বাঁশি নয় বরং টগর পাতা মুড়িয়ে বাঁশি বানিয়ে সুর তোলেন তিনি। বক্সা পাহাড়ের গাইড জেমস ভুটিয়ার এই প্রতিভায় মুগ্ধ পর্যটকেরা। কালচিনি ব্লকের প্রত্যন্ত বক্সা পাহাড়ের মনোরম পরিবেশে পর্যটকদের বাড়তি প্রাপ্তি জেমসের এই সুর।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

বর্তমানে সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট জনপ্রিয় গাইড জেমস ভুটিয়া, বলা যেতে পারে রীতিমতো ভাইরাল। তবে শুধু সোশ্যাল মিডিয়াতেই নয়, পর্যটকদের কাছ থেকে জানা যায়, জেমসের কাছে পাতাই যেন বাঁশি। পর্যটকদের একের পর এক অনুরোধ পূরণ করেন তিনি। বলিউড স্টার দেবানন্দের পুরনো সিনেমার গানের সুর বেশি তোলেন তিনি। বক্সা পাহাড়ের দুর্গম পথ তাঁর বাঁশির সুরে কিছুটা অনুকূল মনে হয় পর্যটকদের। তিনি আপন মনে পাতার বাঁশি বাজিয়ে চলেন।

advertisement

View More

আরও পড়ুন: হাজার কাজের ব্যস্ততা, তবুও ভুলে যান নি গ্রামের মাটিকে, আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি ধান কাটলেন জমিতে! প্রশংসায় পঞ্চমুখ স্থানীয়রা

সেরা ভিডিও

আরও দেখুন
সোশ্যাল মিডিয়ায় ভুয়ো চাকরির ফাঁদে কিশোরী, বাবার অ্যাকাউন্ট থেকে উধাও ৪লক্ষ ৯ হাজার টাকা
আরও দেখুন

জেমস ভুটিয়া জানান, ছোটবেলায় টগর গাছের পাতা দিয়ে এভাবে গানের সুর তোলা বাবা শিখিয়েছিলেন। তারপরে এ ভাবেই পাতায় সুর তুলে গান গেয়ে পাহাড়ি গ্রামে ঘুরে বেড়াতেন তিনি। তিনি আরও জানান, “প্রায় ৪০ বছর ধরে এভাবেই টগর গাছের পাতা মুড়িয়ে বাঁশি বানিয়ে গানের সুর ধরছি। টগর গাছের পাতা মোটা হওয়ায় তার থেকে ভাল আওয়াজ বের হয়। এটা পর্যটকদের মধ্যে এত জনপ্রিয় হবে তা ভাবিনি। বর্তমানে পর্যটকদের দাবি মেনে বাংলা গান বাজানোরও চেষ্টা করছি।”

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বক্সার ভাইরাল গাইড, টগর পাতায় তোলেন গানের কলি! পাতার বাঁশির সুর শুনে ধন্য ধন্য করেন পর্যটকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল