এশিয়ান হাইওয়ে ধরে ওই দুই যুবক বাইকে চেপে যাচ্ছিলেন জয়গাঁর দিকে। হঠাৎ করেই মাদারিহাটের এক পেট্রল পাম্পের কাছে তাঁদের বাইকের সামনে চলে আসে এক পথকুকুর। কুকুরটিকে বাঁচাতে গিয়ে বাইক নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের নিচে চলে যায় ওই দুই যুবক। এই দৃশ্য দেখে গাড়ির চালক ও স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তাঁরা ১৫ মিনিট ধরে চেষ্টা চালিয়ে ওই দুই যুবককে ট্রাকের নিচ থেকে বের করে আনেন।
advertisement
গুরুতর আহত হয়েছেন দুই যুবক। তাঁদের পাঠানো হয়েছে বীরপাড়া হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাদারিহাট থানার পুলিশ। সম্প্রতি মাদারিহাট এলাকায় এক পথদুর্ঘটনায় এলাকার এক যুবকের মৃত্যু হয়েছে। পরপর মাদারিহাটে দুর্ঘটনা ঘটতে থাকায় চিন্তিত সকলে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এলাকার পথকুকুরদের রেডিয়াম কলার পরানোর দাবি তুলছে গাড়ি ও বাইক চালকরা। এই কলারটি থাকলে পথকুকুরের উপস্থিতি বোঝা যাবে। দুর্ঘটনা কম ঘটবে বলে মনে করছেন গাড়ির চালকরা।